ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এলজির মুনাফা বেড়েছে ১৪ শতাংশ

প্রকাশিত: ০৪:০১, ১২ জুলাই ২০১৭

এলজির মুনাফা বেড়েছে ১৪ শতাংশ

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট এলজির মুনাফা বেড়েছে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর মুনাফা বেড়েছে ১৪ শতাংশ। বছর ব্যবধানে মুনাফা বাড়লেও আলোচ্য প্রান্তিকের লক্ষ্যমাত্রার তুলনায় তা কম হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে। কোম্পানিটি বলেছে, চলতি বছরের এপ্রিল-জুন সময়ে ৫৭ কোটি ৪৫ লাখ ডলার মুনাফা হয়। তবে এই সময় কোম্পানিটির লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৬৫ কোটি ৭৮ লাখ ডলার। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট আয়ও গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেড়ছে। তবে মুনাফার মতোই এই সময়ে কমেছে আয়ও। -অর্থনৈতিক রিপোর্টার দার্জিলিংয়ে চায়ের নিলাম অর্ধেকে নেমে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক অন্য ভাষা চাপিয়ে দেয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছে দার্জিলিংয়ের গোর্খারা। গত জুন মাস থেকে শুরু হওয়া এই আন্দোলনের সহিংসতায় এখন পর্যন্ত বেশ কয়েকজন নিহত হয়েছেন। বন্ধ রয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। ভাষা নিয়ে শুরু হওয়া এই আন্দোলনের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের এই রাজ্যের ব্যবসা-বাণিজ্যেও। ভারতের সংবাদ মাধ্যমের খবর অনুসারে, চলতি এই আন্দোলনে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে চা শিল্প। গত বছরের তুলনায় এবার চায়ের নিলাম প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে এক খবরে জানিয়েছে আনন্দবাজার। পত্রিকাটির খবরে বলা হয়েছে, গত মৌসুমে পাঁচ দফার নিলামে যে পরিমাণ চা বিক্রি হয়েছিল এ বছর ৪টি নিলামে বিক্রি হয়েছে তার অর্ধেক। আর ৫ম নিলামটি নাও হতে পারে বলে আশঙ্কা শিল্প সংশ্লিষ্টদের। -অর্থনৈতিক রিপোর্টার
×