ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনামসজিদ বন্দরে চালের ঢল

প্রকাশিত: ০৪:০১, ১২ জুলাই ২০১৭

সোনামসজিদ বন্দরে চালের ঢল

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ভারতীয় চালের ঢল নেমেছে সোনামসজিদ স্থলবন্দরে। আমদানি শুল্ক হ্রাসের সঙ্গে সঙ্গে আমদানিকারকরা হুমড়ি খেয়ে পড়েছে বন্দরে। প্রতি ঘণ্টায় বেড়ে চলেছে ভারতীয় চাল আমদানির পরিমাণ। ফলে ভারতীয় চালের দাম কেজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। এভাবে চাল আসা অব্যাহত থাকলে সপ্তাহ খানেকের মধ্যে দেশের বাজারে কমে আসবে নজর কাড়া চালের দাম। পাশাপাশি চালের দাম কমানোর বিষয়টিকে মেনে নিতে পারেনি কিছু মিলমালিক। চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁসহ উত্তরাঞ্চলের একাধিক অটো রাইস মিল মালিকসহ যুক্ত হয়েছে অন্যান্য হাসকিং মিলের মালিকসমূহ। বিশেষ করে যাদের খাদ্য বিভাগের সঙ্গে যে সব মিল মালিকদের চাল সরবরাহের চুক্তি রয়েছে তারা এবার ব্যাপক হারে ভারতীয় চাল আমদানির সুযোগ নিয়েছে। তারা আমদানিকৃত ভারতীয় চাল কিনে মজুদ করা শুরু করেছে। পরবর্তীতে এই চাল তাদের মিলের চাল বলে চুক্তির চাল সরকারকে সরবরাহ করবে। একই সঙ্গে বাজারে চালের দাম পড়ার ব্যাপারে আমদানিকৃত চাল কিনে মজুদের মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে। সরাসরি তাদের লক্ষ্য একটাই চালের দাম বাজারে তেমনভাবে না কমে। তাই তারা আমদানিকৃত চাল মজুদ করা শুরু করেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের বাজারে মোটা চাল ৫০ থেকে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতে মোটা চালের দাম ৩০ থেকে ৩২ টাকা কেজি। সোনামসজিদ বন্দর দিয়ে আমদানিকৃত চালের সিংহভাগ আসছে বর্ধমান থেকে। লাভজনক হবার কারণে হামলে পড়েছে বন্দরে ঢাকার ব্যবসায়ীরা। এই বন্দর দিয়ে চাল আমদানি করছে ঢাকার ব্যবসায়ীরাও।
×