ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯ ডিজিটের নতুন ই-বিআইএন স্থগিত

প্রকাশিত: ০৪:০০, ১২ জুলাই ২০১৭

৯ ডিজিটের নতুন ই-বিআইএন স্থগিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধনের ক্ষেত্রে অনলাইনে ৯ ডিজিটের ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (ই-বিআইএন) স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ১৯৯১ সালের ভ্যাট আইন অনুযায়ী সনাতনী পদ্ধতিতে ১১ ডিজিটের বিআইএন (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর) নিবন্ধন ব্যবস্থা চালু থাকবে। গত রবিবার এনবিআরের ২০১৭-১৮ অর্থবছরের ভ্যাট আদায় কৌশল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে ১ জুলাই থেকে সনাতনী পদ্ধতির ১১ ডিজিটের বিআইএনের মাধ্যমে কোন ব্যবসায়িক কার্যক্রম চালানো যাবে না বলে ঘোষণা দেয় এনবিআর। গত ২৮ জুন প্রধানমন্ত্রী সংসদে নতুন ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত করেন। পরে ২৯ জুন এনবিআর ঘোষণা করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিআইএন, ই-বিআইএন দুটিই চলবে। তবে ৯ জুলাই এনবিআর ই-বিআইএন আপাতত স্থগিত ঘোষণা করে। এর মধ্য দিয়ে ভ্যাট অনলাইনের সর্বশেষ কার্যক্রম প্রায় স্থগিত করে দিয়েছে এনবিআর। তবে প্রকল্প চলমান রয়েছে। সভায় নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ আওতায় গত ২৩ মার্চ থেকে অনলাইনে ই-বিআইএন ইস্যু করার যে কার্যক্রম নেয়া হয়েছে তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এখন থেকে সব করদাতা ১১ ডিজিটের বিআইএন ব্যবহার করবেন। তবে ইতোমধ্যে যেসব প্রতিষ্ঠান ১১ ডিজিটের বিআইএন পুনর্নিবন্ধন করে ৯ ডিজিটের নিবন্ধন নিয়েছে তাদের পুনরায় নিবন্ধন নিতে হবে না। যেসব নতুন প্রতিষ্ঠান অনলাইনে ৯ ডিজিটের ই-বিআইএন নিয়েছে তাদের সনাতনী পদ্ধতিতে আবার বিভাগীয় ভ্যাট দফতর থেকে ১১ ডিজিটের বিআইএন নিবন্ধন নিতে হবে বলে সভায় বলা হয়। সভায় আরও বলা হয়, মাঠপর্যায়ের বিভাগীয় দফতরগুলো নতুন নিবন্ধন ইস্যুর ক্ষেত্রে ১৯৯১ সালের ভ্যাট আইন/বিধির আলোকে আগের ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করবে। ভ্যাট অনলাইন প্রকল্প বিদ্যমান রেজিস্ট্রেশন মডিউলটি ১৯৯১-এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় কাস্টমাইজ করবে এবং রেজিস্ট্রেশন কার্যক্রম আধুনিকায়ন করার জন্য ১৯৯১-এর ভ্যাট বিধিতে এ সংক্রান্ত ফরম ও বিধানের প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেবে। সরকারের অনুমতি প্রাপ্তির পর সংশোধিত বিধি অনুযায়ী রেজিস্ট্রেশন মডিউলটি সম্পূর্ণভাবে প্রস্তুত হলে আবার অনলাইন ব্যবস্থা চালু করা হবে। এনবিআর এ বিষয়ে দুয়েক দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
×