ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

প্রকাশিত: ০৩:৫৯, ১২ জুলাই ২০১৭

লভ্যাংশ পাঠিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শেয়ারহোল্ডারদের বিও এ্যাকাউন্টে বোনাস লভ্যাংশ পাঠিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। একইসঙ্গে নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক এ্যাকাউন্টে পাঠিয়েছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ২ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৮ শতাংশ বোনাস লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৬ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ০৮ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার ন্যাশনাল ব্যাংকের এজিএমের তারিখ পরিবর্তন পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির ৩৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটির এজিএম ৩১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। অনিবার্য কারণে এ তারিখ পরিবর্তন করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এজিএম করবে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার
×