ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি, ঢাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৮:৫৪, ১১ জুলাই ২০১৭

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি, ঢাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মোল্লার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অবিলম্বে মামলা প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন তারা। সোমবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে সংহতি প্রকাশ করেন ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রনি, অহিদুর রহমান জয়, মোঃ আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান প্রমুখ। এ সময় কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবিদ আল হাসান বলেন, মেহেদী হাসান মোল্যার ছোঁয়ায় ছাত্র রাজনীতিতে পরিবর্তনের হাওয়া লেগেছিল। তিনি যেমন মেধাবী ছাত্র ছিলেন তেমন ছিলেন রাজপথের অগ্রসৈনিক। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে। গত ৫ জুলাই মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ চাঁদাবাজির অভিযোগ করে এ মামলাটি করেন।
×