ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রিপোর্টারের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা ॥ স্পীকারের হস্তক্ষেপ চান বিপিজেএ নেতৃবৃন্দ

প্রকাশিত: ০৮:৫২, ১১ জুলাই ২০১৭

রিপোর্টারের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা ॥ স্পীকারের হস্তক্ষেপ চান বিপিজেএ নেতৃবৃন্দ

সংসদ রিপোর্টার ॥ সংসদ বিটের সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়েরকৃত মামলার বিষয়ে স্পীকারের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (বিপিজেএ)। স্পীকার ধৈর্যসহকারে সবকিছু শোনেন। সোমবার সন্ধ্যায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাত করেন এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সভাপতি উত্তম চক্রবর্তী, সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক নিখিল ভদ্র, অর্থ সম্পাদক কাজী সোহাগ, দফতর সম্পাদক কাজী সাজিদুল হক ও সাংবাদিক শাহজাহান মোল্লা উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে সাংবাদিক নেতৃবৃন্দ আজমল হক হেলালের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেন। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ফেসবুকে শেয়ার করায় এই মামলা করা হয়েছে বলে তারা স্পীকারকে জানান। স্পীকার বিষয়টি দেখবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। উল্লেখ্য, গত ৭ জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসভাপতি আজমল হক হেলালের বিরুদ্ধে তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়। স্থানীয় সংসদ সদস্য রুস্তম আলী ফরাজির নির্দেশে ডাঃ রুস্তম আলী ডিগ্রী কলেজের প্রভাষক ফারুক হোসেন মামলাটি দায়ের করেন।
×