ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ শিক্ষাবৃত্তি-২০২২

রাজশাহীতে আতিকউল্লাহ খান মাসুদ  শিক্ষাবৃত্তি পেল ১৫ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৯:০৭, ৩০ জুন ২০২২; আপডেট: ১৯:৫৫, ৩০ জুন ২০২২

রাজশাহীতে আতিকউল্লাহ খান মাসুদ  শিক্ষাবৃত্তি পেল ১৫ শিক্ষার্থী

মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ শিক্ষাবৃত্তি প্রদান

রাজশাহীতে মেধাবী শিক্ষার্থীদেরনক্ষত্রের আলোক বর্তিকা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদশিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক প্রদান করেন রাজশাহীর ভারপ্রাপ্ত  জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হক) অনুষ্ঠানে ১৫ মেধাবী শিক্ষার্থীকে তিন মাসের বৃত্তির চেক প্রদান করা হয়

দৈনিক জনকণ্ঠেরশিক্ষা সাগরপাতার কো-অর্ডিনেটর প্রফেসর মো. ইকরামুল হকের সভাপতিত্বে পত্রিকার রাজশাহীস্থ স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দিন প্রমুখ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হক বলেন, আতিকউল্লাহ খান মাসুদ দীর্ঘদিন ধরে দেশের জন্য কাজ করে গেছেন দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে জনকন্ঠ পরিবার তাঁর স্মৃতিতে এই বৃত্তি প্রদান করছে এটার মাধ্যমে তারা শিক্ষা বিস্তারে সরকারকে এক প্রকারে সহযোগিতা- করছেন ফলে যারা বৃত্তি পেল, রাষ্ট্রের প্রতি কিন্তু তাদেরও একটা দায়বদ্ধতা তৈরি হলো আমাদের সামনে -দ্বীপ মহাপরিকল্পনা এটা অর্জন করবে আজকের এই প্রজন্ম তারাই এটিকে সফল করবে

তিনি আরও বলেন, আমরা যে কারণে স্বাধীন হয়েছি উন্নয়নের পথে এগিয়ে চলেছি, সেসব লক্ষ্য পূরণের সহযোগী হিসেবেই জনকণ্ঠ এই শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিল এখন যারা বৃত্তি পেল তাদের কাজ হবে নিজেদের মানবিক মূল্য বজায় রেখে লক্ষ্য পূরণে এগিয়ে চলা আমরা চতুর্থ শিল্পবিপ্লবে পা দিয়েছি, এখন কৃত্রিম বৃদ্ধিমত্তা আর তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিস্তৃতি দেখি

আমাদের অর্থনীতিকে এগুলো নিয়ন্ত্রণ করছে নানা ভাবে তাই চতুর্থ শিল্প বিপ্লবের এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের ভবিষ্য প্রজন্মকে এগিয়ে নিতে হবে সেই কার্যক্রমে এভাবে শিক্ষাবৃত্তি দিয়ে সহযোগিতা করার জন্য আমি গ্লোব-জনকণ্ঠকে ধন্যবাদ জানাই

অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, আমি শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের প্রতি তিনি বঙ্গবন্ধুর আদর্শে স্বাধীনতা উত্তর বাংলাদেশের জন্য কাজ করে গেছেন এখন এই বৃত্তির উদ্দেশ্য কিছু মেধাবী শিক্ষার্থীকে সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে চলতে সহযোগিতা করা অনুপ্রেরণা দেয়া এর ফলে আশা করি শিক্ষার্থীরা ঝড়ে পড়বে না তাদের মধ্য থেকে ভবিষ্যতের ডাক্তার-ইঞ্জিনিয়ার বের হবে জনকণ্ঠের এমন উদ্যোগ নেয়ার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি

অনুষ্ঠানে প্রধানবক্তা রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দীন বলেন, আসলে যারা পড়াশোনা করে তাদের কিন্তু টাকার জন্য আটকে থাকতে হয় না টাকার অভাব হলে সরকারের পাশাপাশি নানা সংস্থা তাদের সাহায্যে এগিয়ে আসে অনেক বেসরকারি সংস্থা বা ব্যাংক আছে যারা বৃত্তি দিয়ে সহযোগিতা করে সেই বৃত্তি নেবার জন্য তাদের কাছে যেতে হয় কিন্তু জনকণ্ঠ শিক্ষার্থীদের কাছে গিয়ে গিয়ে বৃত্তি প্রদান করছে, এগিয়ে এসেছে

দৈনিক জনকন্ঠেরশিক্ষা সাগরপাতার কো-অর্ডিনেটর প্রফেসর মোঃ ইকরামুল হক সভাপতির বক্তব্যে বলেন, এই বৃত্তির টাকার পরিমাণ খুব বেশি কিছু তো না তবে আমরা চাই এর মাধ্যমে যারা মেধাবী রয়েছে তাদের কিছুটা সহযোগিতা করতে এই টাকা দিয়ে যদি এক জন শিক্ষার্থীও উপকৃত হয় তবে আমরা সার্থক তবে আমাদের দুটো শর্ত বৃত্তি পাওয়া কোনো মেয়ের যদি বিয়ে দেয়া হয় তাহলে তার বৃত্তি বাতিল হবে আর কেউ পড়াশোনা ছেড়ে দিলেও তার বৃত্তি বাতিল হবে আমরা চাই আমাদের সহযোগিতা নিয়ে তারা পড়াশোনা করে এগিয়ে যাক

অনুষ্ঠানে যারা বৃত্তি পেল তারা হলো রাজশাহীর বাঘা উপজেলার জোতরাঘব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় কুমার সরকার, বাঘা উচ্চ বিদ্যালয়ের মো. রাহুল ইসলাম সরদার, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের রিফাত জাহান, চারঘাট উপজেলার মীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসা. নূরী খাতুন, সালেহা শাহ উচ্চ বিদ্যালয়ের মোসা. জাকিয়া সুলতানা, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের আফিফ আল আমিন নোমান, গোদাগাড়ী উপজেলার পাকড়ী উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন, বাসুদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসা. জেসমিন আরা, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মো. আবু সাইদ, মোহনপুর উপজেলার কেশরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিমা কর্মকার, মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসা. মারুফা সুলতানা, করিশা উচ্চ বিদ্যালয়ের মো. নাইম হোসেন, তানোর উপজেলার কোয়েল উচ্চ বিদ্যালয়ের মিনহাজুল ইসলাম মুরাদ, লালপুর উচ্চ বিদ্যালয়ের মো. সাদিক হোসেন, তানোর পৌর উচ্চ বিদ্যালয়ের দিব্য কুমার সরকার বৃত্তিপ্রদান অনুষ্ঠানে অভিভাবকরাও উপস্থিত ছিলেন তারা গ্লোব-জনকণ্ঠের এমন মহতি উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন

প্রসঙ্গত, দৈনিক জনকন্ঠের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্লোব-জনকন্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, সম্পাদক, প্রশাসক মুদ্রাকর শামীমা খান এই শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেন গ্লোব-জনকন্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা দৈনিক জনকন্ঠের সাবেক সম্পাদক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের স্মরণে তিনি এই শিক্ষাবৃত্তি চালুর অঙ্গীকার করেন

তাঁর সিদ্ধান্ত অনুযায়ী এই বছরই নাটোরের পর রাজশাহীতেও এই শিক্ষাবৃত্তি চালু হলো এই বৃত্তির আওতায় প্রতিমাসে শিক্ষার্থীদের দেড় হাজার টাকা করে প্রদান করা হবে সুবিধাভোগী একই শিক্ষার্থী নবম দশম শ্রেণীতে পড়াকালীন দুই বছর এই শিক্ষাবৃত্তি পাবে চলতি বছর কেবল নবম শ্রেণীর দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির আওতাভুক্ত হবে

আগামী বছর থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীরা আওতাভুক্ত হবে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিয়মিত লেখাপড়া করছে কিনা সেটি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বৃত্তির অর্থ বিকাশ/নগদ কিংবা ব্যাংক হিসাবে প্রদান করা হবে

এছাড়াও অবহেলিত উত্তরবঙ্গের পঞ্চগড় গাইবান্ধা জেলায় এই বৃত্তি প্রদান করা হচ্ছে দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধিরা বাছাই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন

 

×