ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিষয় : গণিত;###;তাসলিমা আক্তার

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৭

প্রকাশিত: ০৬:৫৭, ১১ জুলাই ২০১৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৭

গণিত শিক্ষিকা, সৈয়দ আলী খান স্কুল এ- কলেজ মিরপুর-১৪ ঢাকা। ছোট্ট সোনামনিরা শুভেচ্ছা রইল। তোমাদের জন্য আজ থাকছে দ্বিতীয় অধ্যায় হতে বহু-নির্বাচনী প্রশ্ন ১) ৮৪) ৮ ৫ (গাণিতিক বাক্যে ফাঁকা ঘরে কোন অঙ্ক বসালে ভাগফল ১০ এর চেয়ে ছোট হবে? ক) ০ খ) ৪ গ) ৭ ঘ) ৬ ২) দিবার মাসিক বেতন ১৬৫০০ টাকা হলে, দৈনিক বেতন কত? ক) ৫০০ খ) ৫৫০ গ) ৬০০ ঘ) ৬৫০ ৩) ৩ কেজি চালের দাম ১০৫ টাকা হলে, ১ কেজির দাম কত? ক) ২৫ টাকা খ) ৩০ টাকা গ ) ৩২ টাকা ঘ) ৩৫ টাকা ৪) ৪৯৭৩৫ স্ট ২৪৫ = কত? ক) ২৩০ খ) ২০৩ গ) ২৩৫ ঘ) ৩০২ ৫) (ভাজ্য Ñ ভাগশেষ) স্ট ভাজক = ? ক) ভাগফল খ) ভাজক গ) ভাজ্য ঘ) ভাগশেষ ৬) ভাজ্য ২৪ এবং ভাজক ৬ হলে, ভাগশেষ কত? ক) ০ খ) ১ গ) ২ ঘ) ৩ ৭) ১ হালি ডিমের দাম ৩২ টাকা হলে, ১টি ডিমের দাম কত? ক) ৪ টাকা খ) ৮ টাকা গ ) ৯ টাকা ঘ) ১২ টাকা ৮) দুটি সংখ্যার গুণফল ৬২৭২। একটি সংখ্যার ৪ গুণ ৩৯২ হলে, অপর সংখ্যাটি কত? ক) ৯৮ খ) ৬৪ গ) ৯৪ ঘ) ৬৮ ৯) ২০০ স্ট = ২০০ এখানে খালি ঘরে কত বসবে? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ ১০) নি:শেষে বিভাজ্য না হলে, ভাজক নির্ণয়ের সূত্র কোনটি? ক) (ভাজ্য Ñ ভাগশেষ) স্ট ভাগফল খ) ভাগফল = ভাজ্য ঢ ভাজক গ) ভাগফল = ভাজ্য স্ট ভাগশেষ ঘ) ভাগফল = ভাজ্য + ভাগশেষ ১১) কোন ভাগ অঙ্কে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে, ভাগশেষ কত? ক) ৫০ খ) ১০০ গ) ১৫০ ঘ) ২০০ ১২) ভাজ্য যদি শূণ্য হয়, তবে ভাগফল কত হবে? ক) শূণ্য খ) অসংজ্ঞায়িত গ) অসীম ঘ) ১ ১৩) কোনো সংখ্যাকে ২০ দ্বারা ভাগ করলে ভাগফল ২ হয়। অজানা সংখ্যা ক হলে, নিচের কোনটি সঠিক? ক) ক ঢ ২০ = ২ খ) ক ঢ ২ = ২০ গ) ক স্ট ২০ = ২ ঘ) ক + ২ = ২০ ১৪) ৫২৬৫৫ কে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ক) ৬৫৫ খ) ৫৫ গ) ৫ ঘ) ০ ১৫) ১টি সংখ্যার চারগুণ ৪০ হলে, সংখ্যাটি কত? ক) ১০ খ) ১২ গ) ১৪ ঘ) ১৫ ১৬) ৩৮ হালি ডিমের দাম ১২১৬ টাকা। ১টি ডিমের দাম কত? ক) ৪ খ) ৬ গ) ৮ ঘ) ৯ ১৭) যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে? ক) ভাজ্য খ) ভাজক গ) ভাগফল ঘ ) ভাগশেষ ১৮) ৮৪৫০০০ স্ট ১০০ = ? ক) ৮৪৫০ খ) ৮৪৫০০ গ) ৪৮৫০০ ঘ) ৮৪৫ ১৯) মুমু ৯ ডজন কলম ১৬২০ টাকা দিয়ে ক্রয় করেছিল। ১ ডজন কলমের দাম কত? ক) ১২০ টাকা খ) ১৫০ টাকা গ) ১৮০ টাকা ঘ) ২০০ টাকা ২০) ৪টি টেবিলের মূল্য ১৫২০ টাকা হলে, ১টি টেবিলের মূল্য কত? ক) ৩৯০ টাকা খ) ৩৮০ টাকা গ) ৪০০ টাকা ঘ) ৩৭০ টাকা ২১) দুইটি সংখ্যার গুণফল ৮৯৩০০। একটি সংখ্যা ১০০ হলে, অপর সংখ্যাটি কত? ক) ৮৯০ খ) ৮৯৩০ গ) ৮৯৩ ঘ) ৮৯৩০০ ২২) নিচের কোনটি সঠিক নয়? ক) ভাগশেষ = ভাজ্য Ñ (ভাজক ঢ ভাগফল) খ) ভাজ্য = ভাজক ঢ ভাগফল গ) ভাজ্য = ভাজক ঢ ভাগফল + ভাগশেষ ঘ) ভাজক = ভাজ্য ঢ ভাগফল ২৩) ৬৫৯০০স্ট১০০ = কত? ক) ৬৫৯ খ) ৬৫৯০ গ) ৬৫৯০০ ঘ) ৬৫৯০০০০ উত্তরঃ
×