ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তবলা শিল্পী মদন গোপাল অসুস্থ

প্রকাশিত: ০৬:৫৬, ১১ জুলাই ২০১৭

তবলা শিল্পী মদন গোপাল অসুস্থ

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রখ্যাত তবলা বাদক মদন গোপাল দাস অসুস্থ। দীর্ঘদিন মস্তিষ্কে রক্তক্ষরণ ও পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী। এই শিল্পীর বড় ছেলে অজয় দাস জনকণ্ঠকে জানান, বাবা ছয় বছর ধরে বিছানায়। তার শরীরের বাম পাশ পুরোটাই অকেজো হয়ে গেছে। ২০১২ সাল থেকে বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের কাছে চিকিৎসা দিতে দিতে আমরা প্রায় সর্বস্বান্ত হয়ে পড়েছি। আমাদের পক্ষে বাবার চিকিৎসা ব্যয়ভার বহন করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। বাবা দীর্ঘদিন দেশের সাংস্কৃতিক অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করেছেন। বাবার চিকিৎসার জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। এছাড়া আমাদের আর কোন উপায় নেই। তবলা শিল্পী মদন গোপাল দাস ছায়ানট, নজরুল ইনস্টিটিউট, বিটিভি, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করেছেন। এছাড়াও স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ওস্তাদ রমনী মোহন স্মৃতি পরিষদ, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ মিউজিশিয়ানস, শিল্পকলা একাডেমি পদক, সুরের আলো একাডেমি গুণীজন সম্মাননা, নান্দিক গোষ্ঠী, নজরুল একাডেমি, ওস্তাদ ফুল মোহন উচ্চাঙ্গ সঙ্গীত ফোরাম, সুরতীর্থ, হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠী, সুরধ্বনি সঙ্গীত নিকেতনসহ বহু প্রতিষ্ঠান থেকে সম্মাননা।
×