ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রে সূচনা

প্রকাশিত: ০৬:৫৫, ১১ জুলাই ২০১৭

চলচ্চিত্রে সূচনা

স্টাফ রিপোর্টার ॥ তরুণ পরিচালক আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নবাগত অভিনেত্রী সূচনা আজাদের অভিষেক হচ্ছে । এই চলচ্চিত্রে অভিনয় করছেন শাকিব খান। খুব শীঘ্রই চলচ্চিত্রটির বাকি অংশের শূটিং শুরু হচ্ছে এমনটিই জানিয়েছেন পরিচালক। চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন সূচনা। দিনাজপুরের মেয়ে সূচনার কয়েক বছর ধরেই মিডিয়াতে কাজ করছিলেন। তবে এতদিন শুধু র‌্যাম্প ও টিভিসিতে কাজ করছিলেন তিনি। এবার তিনি প্রথম কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে। প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, নিজের ভেতর অসম্ভব এক ভাললাগা কাজ করছে। নিজের সর্বোচ্চ দিয়েই কাজ করছি। চলচ্চিত্রটি যেহেতু এ্যাকশনধর্মী এবং বিগ বাজেটের। এ জন্য নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। নিয়মিত ড্যান্স ও ফাইটে তালিম নিচ্ছি। তিনি আরও বলে এ চলচ্চিত্র আমাকে একজন হ্যাকার চরিত্রে দেখা যাবে। প্রথমে শাকিব খানের সহযোগী হয়ে অভিনয় করি কিন্তু শেষদিকে ঘটবে উল্টো ঘটনা। তিনি সূচনা বলেন, মিডিয়াতে কাজ শুরু করেছি চলচ্চিত্র অভিনেত্রী হব বলেই। এ জন্য দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি। সবার দোয়াও চাই এবং নতুন হিসেবে সবার সহযোগিতাও প্রত্যাশা করছি। পরিচালক আশিকুর রহমান জানান, ‘অপারেশন অগ্নিপথ’ চলচ্চিত্রের প্রথম দিকের শূটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। এবার শূটিং হবে ব্যাংকক ও বাংলাদেশের বেশ কয়েকটি লোকেশনে। সূচনা প্রসঙ্গে পরিচালক বলেন, অনেক দিনের পরিচয় সূচনার সঙ্গে। তবে কখনও কাজ করা হয়ে ওঠেনি। আমি চলচ্চিত্রের চরিত্রের জন্য যেমনটা খুঁজছি, সূচনাও ঠিক তেমনি। তাই সূচনাকে নেয়া হয়েছে। তাছাড়া কাজের প্রতি একজন শিল্পীর যেমন আগ্রহ থাকা প্রয়োজন, তেমনটাই আমি তার মধ্যে পেয়েছি। সবমিলিয়ে ভাল কিছুই হবে বলে আশা করছি। ‘অপারেশন অগ্নিপথ’ এমন একটি চলচ্চিত্র হতে যাচ্ছে, যেখানে শটে শটে দর্শকদের বিনোদিত করবে এমনটাই দাবি নির্মাতার। এতে শাকিব খানের সহশিল্পী হিসেবে কাজ করছেন ‘দ্য স্টোরি অব সামারা’র শিবা আলী খান। এছাড়া অস্ট্রেলিয়ায় চলচ্চিত্রেরর প্রথম লটে শূটিংয়ে অংশ নিয়েছিলেন মিশা সওদাগর ও টাইগার রবি। এছাড়াও তাদের সঙ্গে অস্ট্রেলিয়ার পর্বে সিডনি থেকে আরও বেশ কয়েকজন শিল্পী কাজ করছেন বলে জানা গেছে।
×