ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লোটাস ফেস্টিভ্যালে শিবলী-নীপা

প্রকাশিত: ০৬:৫৩, ১১ জুলাই ২০১৭

লোটাস ফেস্টিভ্যালে শিবলী-নীপা

স্টাফ রিপোর্টার ॥ আমেরিকার লস এঞ্জেলসে ৩৫তম ‘লোটাস ফেস্টিভ্যাল’ শুরু হচ্ছে এ মাসের ১৫ ও ১৬ তারিখে। লস এঞ্জেলস সিটি কর্তৃক আয়োজিত লোটাস ফেস্টিভ্যালের প্রস্তুতি এগিয়ে চলেছে দ্রুতগতিতে। এবারের থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশকে বিশ্বের কাছে যথাযথভাবে উপস্থাপনের জন্য গ্রহণ করা হয়েছে ব্যাপক কর্মসূচী। এবার ঢাকা থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের নৃত্যের দুই দিকপাল নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদকে। লস এঞ্জেলসের প্রাণকেন্দ্র দর্শনীয় ও মনোরম ইকো লেক পার্কের তীরজুড়ে বসবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এই বিশাল মেলা। শিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ জানান, এ উৎসবে আমন্ত্রণ পাওয়ায় ধন্য মনে করছি আমাদের। আমরা সেখানে নৃত্যের মাধ্যমে আমাদের দেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করব। লাইভ সঙ্গীত, চলচ্চিত্রের স্ক্রিনিং, ঐতিহ্যগত সাংস্কৃতিক পারফরমেন্স, আর্ট ও ক্রাফট, মার্শাল আর্টের প্রদর্শনী, হ্রদে রঙিন ড্রাগন বোট রেস এবং আরও অনেক কিছুর সমন্বয়ে এশিয়ান প্যাসিফিক অঞ্চলের সঙ্গে মূল প্রবাহের সংযুক্ত করার এই উদ্যোগ ৩৬ বছর ধরে চলে আসছে।
×