ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুরুটা ভাল হয়নি তামিমের

প্রকাশিত: ০৬:৫২, ১১ জুলাই ২০১৭

শুরুটা ভাল হয়নি তামিমের

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে নিজের প্রথম ম্যাচটা ভাল যায়নি বাংলাদেশী ওপেনার তামিম ইকবালের। গত শুক্রবার তিনি জনপ্রিয় ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে খেলার জন্য ইংল্যান্ড যান। রবিবারই এসেক্স ঈগলসের হয়ে মাঠে নামেন এ বাঁহাতি ওপেনার। কিন্তু ৭ রান করেই সাজঘরে ফিরে গেছেন তামিম। দলও ৭ উইকেটে হেরেছে কেন্টের কাছে। সাউথ গ্রুপে এসেক্সের হয়ে এবারের মৌসুমে ৮ ম্যাচ খেলার কথা রয়েছে তামিমের। রবিবার কেন্টের বিরুদ্ধে মাঠে নামেন তিনি। টস জিতে বেকেনহ্যামে আগে ব্যাটিংয়ে নামে তার দল এসেক্স। বরুন চোপড়ার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন তামিম। শুরুটা দেখেশুনে ভালভাবেই শুরু করেছিলেন। ড্যারেন স্টিভেন্সের করা প্রথম বলেই সিঙ্গেলস নিয়েছিলেন। বরুন শুরু করেছিলেন আক্রমণাত্মক মেজাজে। তাকে দেখে ঝলসে ওঠে তামিমের ব্যাটও। নিউজিল্যান্ডের পেসার এডাম মিলনেকে ছক্কা হাঁকান। কিন্তু পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৭ বলে ৭ রান করেই শেষ হয় তামিমের টি২০ ব্লাস্টে অভিষেক ম্যাচ। তবে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৬৬ রানের ভাল একটি সংগ্রহ পেয়েছিল এসেক্স। কিন্তু সেটা সহজেই টপকে গেছে কেন্ট। ৯ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে জয় ছিনিয়ে নেয় কেন্ট। পরের ম্যাচে এসেক্সের প্রতিপক্ষ ১৩ জুলাই চেমসফোর্ডে সমারসেট। এছাড়াও ১৬ জুলাই চেমসফোর্ডে গ্ল্যামারগন, ১৯ জুলাই ওভালে সারে, ২১ জুলাই চেমসফোর্ডে হ্যাম্পশায়ার, ২৩ জুলাই কার্ডিফে গ্ল্যামারগন, ২৭ জুলাই লর্ডসে মিডলসেক্স এবং ২৯ জুলাই চেমসফোর্ডে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ম্যাচে খেলার জন্য থাকবেন তামিম। কমনওয়েলথ দাবায় হানিফের স্বর্ণপদক স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে উর্ধ-৬০ গ্রুপে (সিনিয়র) বাংলাদেশের হানিফ মোল্লা স্বর্ণপদক এবং অনুর্ধ-৮ ওপেন গ্রুপে বাংলাদেশের মনন রেজা নীড় রানারআপ হয়ে রৌপ্যপদক লাভ করেছেন। হানিফ ৯ খেলায় ৪ পয়েন্ট এবং নীড় ৭ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট লাভ করেন। অনুর্ধ-১৪ ওপেন গ্রুপে ফিদেমাস্টার ফাহাদ রহমান ও অনুর্ধ-১২ ওপেন গ্রুপে তাহসিন তাওয়ার জিয়া ৭ খেলায় ৫ পয়েন্ট করে পেয়ে উভয়েই স্ব-স্ব গ্রুপে চতুর্থ হয়। অপরদিকে মূল ইভেন্ট ওপেন গ্রুপে ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব একাদশ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ২০তম, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ২১তম ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ২৫তম হন। ৫ পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার তৈয়বুর রহমান ৪৭তম ও মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ৪৯তম হন। তিন পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ৯৯তম ও মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন ১০১তম হন। ক্যাটাগরি ইভেন্টে অন্যদের মধ্যে অনুর্ধ-২০ ওপেনে আকিব জাওয়াদ ২৪তম, অনুর্ধ-১৮ ওপেনে অনতা চৌধুরী ১২তম, অনুর্ধ-১৬ ওপেনে নাইম হক ৩০তম, অনুর্ধ-১০ ওপেনে সাজিদুল হক ৫২তম ও সৈয়দ রিদওয়ান ৬০তম হয়। বালিকা অনুর্ধ-২০ এ উম্মে তাসমিন প্রতিভা তালুকদার দশম, বালিকা অনুর্ধ-১৪ এ নোশিন আঞ্জুম ২৪তম, বালিকা অনুর্ধ-১৬ এ কাজী জেরিন তাসমিন ২১তম ও বালিকা অনুর্ধ-১২ এ জান্নাতুল ফেরদৌস একাদশ স্থান লাভ করে। ওয়ালটন মহিলা বেসবল শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন আন্তঃকলেজ মহিলা বেসবল প্রতিযোগিতা’। রাজধানীর ৮টি কলেজের অংশগ্রহণে ধানম-ির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ১৩ জুলাই। আটটি দলকে দুই গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। এরপর সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া আটটি দল হলো : রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন কলেজ, ঢাকা কমার্স কলেজ, নূর মোহাম্মদ কলেজ, হলিক্রস কলেজ, গ্রিন জেমস কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ ও টঙ্গী আমজাদ আলী স্কুল এ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেক দলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি ও ৫ হাজার টাকা করে পার্টিসিপেশন মানি দেয়া হবে। এ ছাড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেলের পাশাপাশি ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
×