ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উইম্বলডন থেকে কারবার-রাদওয়ানস্কার বিদায়

প্রকাশিত: ০৬:৫০, ১১ জুলাই ২০১৭

উইম্বলডন থেকে কারবার-রাদওয়ানস্কার বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে থেমে গেল এ্যাঞ্জেলিক কারবারের জয়রথ। সোমবার টুর্নামেন্টের শেষ ষোলো থেকেই ছিটকে গেলেন উইম্বলডনের শীর্ষ বাছাই। স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজার কাছে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল তার। সেইসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারাচ্ছেন জার্মানির এই টেনিস তারকা। এ্যাঞ্জেলিক কারবারের সঙ্গে এদিন মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কাও। রাশিয়ার সপ্তম বাছাই সভেতলনা কুজনেতসোভার কাছে হেরে উইম্বলডনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই টেনিস তারকা। তবে কারবার-রাদওয়ানস্কা বিদায় নিলেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি ভেনাস উইলিয়ামস এবং ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কোও। টুর্নামেন্টের ১৪তম বাছাই গারবিন মুগুরুজা এদিন ৪-৬, ৬-৪ এবং ৬-৪ সেটে পরাজিত করেন এ্যাঞ্জেলিক কারবারকে। ১২ মাস আগে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু সেবার সেরেনা উইলিয়ামসের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তার। এবার চতুর্থ রাউন্ডেই আটকে গেলেন তিনি। এই হারের ফলে চলতি বছরের প্রথম তিন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের কোনটিরই কোয়ার্টার ফাইনালের টিকেট কাটতে পারেননি এ্যাঞ্জেলিক কারবার। এর মাশুলটাও দিতে হলো তাকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়ে। গত মার্চে সেরেনা উইলিয়ামসের কাছ থেকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন স্টেফি গ্রাফের এই উত্তরসূরি। তবে এখন কে দখল করবে শীর্ষ স্থান তা ঠিক হয়নি। এই দৌড়ে এগিয়ে রয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ অথবা চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা। কারবারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কাটা গারবিন মুগুরুজার সামনে বাধা এখন সভেতলনা কুজনেতসোভা। একই দিনে রাশিয়ার সপ্তম বাছাই ৬-২ এবং ৬-২ সেটে পরাজিত করেন সাবেক নাম্বার ওয়ান তারকা এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে। এদিন দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছেন ভেনাস উইলিয়ামসও। ক্রোয়েশিয়ার আনা কোঞ্জকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা এদিন ৬-৩ এবং ৬-২ সেটে খুব সহজেই হারান আনা কোঞ্জকে। সেইসঙ্গে নতুন একটা ইতিহাসও গড়েন তিনি। উইম্বলডনের ২৩ বছরের ইতিহাসে সবচেয়ে বয়সী প্রমীলা খেলোয়াড় হিসেবে শেষ আটে জায়গা করে নেন ভেনাস। তার আগে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল খেলেছিলেন মার্টিনা নাভ্রাতিলোভা। এদিকে চমক অব্যাহত জেলেনা ওস্টাপেঙ্কোর। গত মাসেই লাটভিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে টেনিস বিশ্বের পাদপ্রদীপের আলোয় উঠে আসেন তিনি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন উইম্বলডনেও। দুর্দান্ত খেলেই টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের বাধা পার হন তিনি। টুর্নামেন্টের ১৩তম বাছাই জেলেনা ওস্টাপেঙ্কো এদিন ৬-৩ এবং ৭-৬ (৮/৬) সেটে পরাজিত করেন ইউক্রেনের চতুর্থ বাছাই এলিনা সিতলিনাকে। এই জয়ের ফলে দারুণ রোমাঞ্চিত ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও নিজেকে মেলে ধরতে চান তিনি।
×