ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেই ভুটানের মুখোমুখিই হচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫০, ১১ জুলাই ২০১৭

সেই ভুটানের মুখোমুখিই হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধঃপতন ঘটেছিল যাদের কাছে হেরে, আবারও সেই ঘাতক-ভুটানের মুখোমুখিই হচ্ছে তারা। তবে সেটা সিনিয়র দলের বেলায় নয়, বয়সভিত্তিক ফুটবলে। তাও সেটা একটি আসরে নয়, দুটি আসরে! সাফ অনুর্ধ-১৫ এবং অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপে। টুর্নামেন্ট দুটির ড্র অনুষ্ঠিত হয় সোমবার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। এতে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এবং বাফুফের সাধারণ সম্পাদক এবং সাফ কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাইম সোহাগ। হেলাল জানান, ‘গতবার সাফের বয়সভিত্তিক এই দু’টি টুর্নামেন্ট হয়েছে সাফ অনুর্ধ-১৬ এবং অনুর্ধ-১৯ টুর্নামেন্ট হিসেবে। এবার এএফসির পরামর্শে আমরা সাফ অনুর্ধ-১৫ এবং অনুর্ধ-১৮ টুর্নামেন্ট করছি।’ দুটি আসরই এই প্রথমবারের মতো যেমন অনুষ্ঠিত হচ্ছে (আগে হতো সাফ অ-১৬ ও অ-১৯ টুর্নামেন্ট), তেমনি তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণীও হচ্ছে এই প্রথম। অনুর্ধ-১৫ টুর্নামেন্টে ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গতবার অ-১৬ আসরের ফাইনালিস্ট দুই দল বাংলাদেশ ও ভারতকে নিয়ম অনুযায়ী রাখা হয়েছে ভিন্ন গ্রুপের শীর্ষ দল হিসেবে। ড্র অনুযায়ী বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’তে। তাদের সঙ্গী হয়েছে ভুটান এবং শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’তে আছে ভারত নেপাল এবং মালদ্বীপ। অপরদিকে অনুর্ধ-১৮ টুর্নামেন্টেও বাংলাদেশ গ্রুপ ‘এ’তে। তাদের সঙ্গে আছে ভারত ও ভুটান। অনেকের দৃষ্টিতেই এটা ‘ডেথ গ্রুপ’। এছাড়া গ্রুপ ‘বি’তে আছে নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। অ-১৫ আসরে বাংলাদেশের খেলাগুলো হচ্ছে ১৮ আগস্ট শ্রীলঙ্কা এবং ২২ আগস্ট ভুটান; অ-১৮ আসরের খেলাগুলো হচ্ছে ২০ আগস্ট ভুটান এবং ২২ ভারতের বিরুদ্ধে। এই আসরগুলোতে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য আর্থিক সুবিধাদি প্রসঙ্গে হেলাল জানান, এ প্রসঙ্গে হেলাল বলেছেন, ‘সাফের এ টুর্নামেন্টগুলোতে প্রাইজমানি নেই। তবে অংশগ্রহণ ফি আছে। ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করছি। এএফসির কাছে আমরা বাজেট পাঠিয়েছি। পার্টিসিপেশন মানির জন্য এ অঞ্চলের দেশগুলো টুর্নামেন্টে অংশ নিতে পারে না। যে কারণে আমরা এ বিষয়টি নিয়ে এবার এএফসিকে প্রস্তাব দিয়েছি। প্রতিটি দলের জন্য অংশগ্রহণ ফি বাবদ পাবে ২০ হাজার ডলার করে। আয়োজক দল এই অর্থ পাবে না। টুর্নামেন্ট আয়োজন, বল, জার্সি, কিটস, দলগুলোর থাকা-খাওয়া ও ভ্রমণ খরচ বাবদ তারা পাবে ১ লাখ ২০ হাজার ডলার। এই অর্থের ২০ হাজার ডলার পাবেন ম্যাচ অফিসিয়ালরা।’ সাফের সাধারণ সম্পাদক হেলাল যেহেতু বাংলাদেশী, সেহেতু সাফের এই দুটির আয়োজক কি হতে পারত না বাংলাদেশ? হেলালের ভাষ্য, ‘ইচ্ছে করেই এবার অন্য দেশগুলোতে টুর্নামেন্ট দুটি আয়োজন করা হয়েছে। যাতে সাফভুক্ত সব দেশই ধীরে ধীরে স্বাগতিক হওয়ার সুবিধাটা পেতে পারে।’ এএফসি অনুর্ধ-১৫ টুর্নামেন্টটি নেপালের আনফা কমপ্লেক্স এবং হলচক স্টেডিয়ামে এবং অ-১৮ টুর্নামেন্টটি ভুটানের থিম্পুর চালিমিথাং স্টেডিয়ামে আগামী ১৮-২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। অনুর্ধ-১৮ দলের ৩০ ফুটবলার মঙ্গলবার রিপোর্টিং করবে সাভারের জিরানির বিকেএসপিতে। ১২ জুলাই থেকে তাদের কন্ডিশনিং ক্যাম্প শুরু। যেহেতু আগামী ২৮ জুলাই থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ শুরু হবে, তাই ২৫ জুলাই পর্যন্ত ক্যাম্প চলবে। এতে ক্যাম্পের ফুটবলাররা নিজ নিজ ক্লাবে যোগ দিয়ে লীগে অংশ নিতে পারবেন। অপরদিকে গত ৪ জুলাই থেকে ৬০ ফুটবলার নিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে অনুর্ধ-১৫ দলের ক্যাম্প। আগামী দু’-একদিনের মধ্যেই খুলনা বিকেএসপিতে আরও ৩০ ফুটবলারকে নিয়ে হবে এই দলের আরেকটি ক্যাম্প।
×