ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঈন আলির দুরন্ত অলরাউন্ড নৈপুণ্যে মুগ্ধ ইংলিশ অধিনায়ক

লর্ডস জয়ে উচ্ছ্বসিত জো রুট

প্রকাশিত: ০৬:৪৮, ১১ জুলাই ২০১৭

লর্ডস জয়ে উচ্ছ্বসিত জো রুট

স্পোর্টস রিপোর্টার ॥ অসাধরণ, দুর্দান্ত, স্মরণীয়; তিনদিন পর্যন্ত সমান তালে এগোনো লর্ডস টেস্টের চতুর্থ দিনে জো রুটের দল প্রবল প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে যেভাবে গুঁড়িয়ে দিয়েছে, তাতে কোন প্রশংসাই যথেষ্ট নয়। মঈন আলির ঘূর্ণিতে দিশেহারা প্রোটিয়াদের হার ২১১ রানের বিশাল ব্যবধানে, তাও একদিন বাকি থাকতে। ৩৩১ রানের জয়ের লক্ষ্যে সফরকারীরা ৩৬.৪ ওভারে অলআউট মাত্র ১১৯ রানে। অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নেয়া রুট তাই যারপরনাই উচ্ছ্বসিত। উচ্ছ্বসিত সতীর্থদের দাপুটে ক্রিকেটশৈলীর জন্য, মঈন আলির দুরন্ত অলরাউন্ড নৈপুণ্যে দেখে, দ্বিতীয় ইনিংসে বল হাতে একাই পার্থক্য গড়ে দিয়েছেন পাকিস্তানী বংশোদ্ভূত এ ইংলিশ তারকা। তার আগে প্রথম ইনিংসে ৪৫৮Ñএর জবাবে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩৬১ রান। আর দ্বিতীয় ইনিংসে ইংলিশরা থামে ২৩৩ রানে। লর্ডস জয়ের পর নতুন অধিনায়ক রুট বলেন, ‘তৃতীয় দিনেও দৃশ্যপট অন্যরকম ছিল। সেখানে বদলে যাওয়া পিচে চতুর্থ দিনে এসে এ্যালিস্টার কুক (৬৯), জেনিংস কেনটন (৩৩), গ্যারি ব্যালান্স (৩৪), বেয়ারস্টে (৫১) যেভাবে ব্যাট করেছে, তা প্রশংসার দাবি রাখে। জানতাম, এদিন আর ১০০ রান যোগ করতে পারলে ফল অন্যরকম হবে। সেটিই হয়েছে। অবশ্যই মঈন অসাধারণ বল করেছে। এমন একটা সিরিজের প্রথম ম্যাচেই জয় দারুণ ব্যাপার।’ দ্বিতীয় ইনিংসে ক্যারিয়াসেরা বোলিংয়ে ৫৩ রানে ৬ উইকেট নিয়েছেন মঈন। আগের সেরা ছিল ৬৭ রানে ৬ উইকেট। প্রথম ইনিংসের চারটিসহ ১০ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এ প্রথম ১০ উইকেটের স্বাদ পেলেন ৩০ বছর বয়সী ডানহাতি। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৭ রান করেছিলেন মঈন। একই ম্যাচে হাফ সেঞ্চুরি ও ১০ উইকেট নেয়া মাত্র ষষ্ঠ অলরাউন্ডার তিনি। লর্ডসে প্রথম। ১৯৮০ সালে গ্রেট ইয়ান বোথামের পর এমন অলরাউন্ড নৈপুণ্য দেখল ইংলিশ ক্রিকেট। ‘সত্যি বলতে, লর্ডসে সবকিছুই হচ্ছিল আমার মনের মতো। দলের জয়ে ভূমিকা রাখতে পেরেই বেশি ভাল লাগছে।’ বলেন মঈন। চতুর্থ দিনের শুরুতে অতিথি কেশভ মহারাজের (৪/৮৫) বল যেভাবে টার্ন করেছে, সেটিই বলে দিচ্ছিল প্রোটিয়াদের অপেক্ষাতেও আছে কঠিন চ্যালেঞ্জ। ১ উইকেটে ১১৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড থেমে যায় ২৩৩Ñএ। সফরকারীদের দশা হয়েছে আরও করুণ। শুরুর ব্রেক এনে দেন পেসার জেমস এ্যান্ডারসন। মাঝে জেপি ডুমিনিকে ফেরান মার্ক উড। বাকি কাজ সেরেছেন দুই স্পিনার মঈন ও লিয়াম ডসন। প্রথম ওভারে উইকেট নেয়ার পরও উডকে দিয়ে আর বোলিং করাননি জো রুট। নতুন বলে ব্রডও করেছেন মাত্র ১ ওভার। এটাই বলে দিচ্ছে, উইকেটে স্পিন কতটা ধরেছে। প্রমোশন পেয়ে পাঁচে নামা কুইন্টন ডি কক ও প্রথম ইনিংসে প্রতিরোধ গড়া টেম্বা বাভুমা চেষ্টা করছিলেন। কিন্তু মইনের বলে বোল্ড হয়েছেন দু-জনই। মাত্র ৩৬.৩ ওভারে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা, চতুর্থ দিনের খেলার তখনও এক ঘণ্টার বেশি বাকি! এমন হারে যারপরনাই হতাশ অধিনায়ক হিসেবে অভিষিক্ত ডিন এলগার, ‘চতুর্থ দিনে এভাবে ভেঙ্গে পড়া সত্যি হতাশার। প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড খুবই শক্তিশালী। ট্রেন্টব্রিজ টেস্টের জন্য আমাদের আরও ভাল প্রস্তুতি নিতে হবে।’ নেতৃত্বের অভিষেকে প্রথম ইনিংসেই দুর্দান্ত সেঞ্চুরি (১৯০) হাঁকিয়ে লর্ডস টেস্টের আলো কেড়ে নেন জো রুট। তৃতীয় দিনে ইংলিশ শিবিরে সে আলোর রোশনাইটা আরও বড়িয়ে দেন মঈন আলি। বল হাতে শততম শিকারের মধ্য দিয়ে ইতিহাসের পঞ্চম দ্রুততম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট ও ২০০০ রানের মাইলফলক অতিক্রম করেন তুখোড় ইংলিশ অলরাউন্ডার। ১০ শিকারে শেষ পর্যন্ত তো ম্যাচসেরার পুরস্কারই বগলদাবা করলেন তিনি। দারুণ এই জয়ের পর দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে স্বাগতিক ইংলিশ নির্বাচকম-লী, ট্রেন্টব্রিজে যেটি শুরু হবে শুক্রবার। অন্যদিকে পিছিয়ে পড়া দক্ষিণ আফ্রিকার জন্য কিছুটা স্বস্তির খবর সদ্যোজাত সন্তান ও স্ত্রীকে দেখে ওই ম্যাচে যোগ দেবেন নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস।
×