ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের নতুন জিএসপি তালিকায় বাংলাদেশ নেই

প্রকাশিত: ০৬:৩৬, ১১ জুলাই ২০১৭

যুক্তরাষ্ট্রের নতুন জিএসপি তালিকায় বাংলাদেশ নেই

ট্রাম্প প্রশাসনের নতুন অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপির তালিকায় নেই বাংলাদেশের নাম। ২০১৩ সালে ওবামা প্রশাসন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধায় স্থগিতাদেশ দিয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বার্ষিক পর্যালোচনা শেষে জিএসপি সুবিধা প্রাপ্ত দেশগুলোর নাম ও পণ্যের নামের তালিকা নতুন করে প্রকাশ করে। যেখানে নেই বাংলাদেশের নাম। অন্যদিকে সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ব্রাজিল, একুয়েডর, তুরস্ক, পাপুয়া নিউগিনি, পাকিস্তান, মিসর ও কাজাখস্তান। নতুন জিএসপি কার্যক্রমের আওতায় ১ জুলাই থেকে সুবিধা পাচ্ছে দেশগুলো। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের কর্ম পরিবেশের দুর্বলতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সুবিধাটি স্থগিত করা হয়েছিল। -অর্থনৈতিক রিপোর্টার বাগেরহাটে সিরামিক ইন্ডাস্ট্রিজের উদ্বোধন বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালীতে সোমবার বিকেলে চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিল্প প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর অর্থনেতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। কোম্পানির হেড অফিস কর্পোরেট শাখায় কোম্পানির চেয়ারম্যান এস এস আমজাদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট-১ আসনের সাংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। এতে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের সাংসদ সদস্য আলহাজ তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সাংসদ সদস্য আলহাজ এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইচ প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে শিল্পপতি ব্যাবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। -স্টাফ রিপোর্টার, বাগেরহাট
×