ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিনটি ব্যাংক কলমানি থেকে ধার করে ব্যাংক চালাচ্ছে

প্রকাশিত: ০৬:৩৫, ১১ জুলাই ২০১৭

 তিনটি ব্যাংক কলমানি থেকে ধার করে ব্যাংক চালাচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ অন্য ব্যাংকের কাছ থেকে স্বল্প সময়ের জন্য ধার করা অর্থ বা কলমানি দিয়ে ব্যবসা চালাচ্ছে তৃতীয় প্রজন্মের একটি ও নতুন প্রজন্মের দুটি বেসরকারী ব্যাংক। এরইমধ্যে ব্যাংকগুলোর ধারের পরিমাণ ছাড়িয়েছে নির্ধারিত সীমা। বিশ্লেষকদের আশঙ্কা, এ ধরনের ব্যাংকিং বড় সঙ্কট তৈরি করতে পারে ভবিষ্যতে। বাংলাদেশ ব্যাংক বলছে, এরইমধ্যে একটি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বাকি দুটোকে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিস। পাঁচ বছর আগে অনুমোদন পাওয়া নতুন ৮টি ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের বিরুদ্ধে ঋণ জালিয়াতির প্রমাণ মিলেছে। এ ধরনের জালিয়াতির কারণে বেড়ে গেছে ব্যাংকটির খেলাপী ঋণের পরিমাণ। তাই ব্যাংকটিকে এখন চলতে হচ্ছে অন্য ব্যাংক থেকে ধারকর্জ করে। এই প্রক্রিয়াকে ব্যাংকিং ভাষায় বলা হয় আন্তঃব্যাংক মুদ্রাবাজার বা কলমানি মার্কেট। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংকটির কলমানি মার্কেট থেকে ধারের পরিমাণ ছাড়িয়ে গেছে ৭১৫ কোটি টাকা। শুধু এই ব্যাংকটিই নয়, চতুর্থ প্রজন্মের আরেকটি ব্যাংক ও পুরনো অপর একটি ব্যাংক ধার করেছে যথাক্রমে ৫৮৯ কোটি ও ১ হাজার ৬৯৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের দায়-সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী, প্রাইমারি ডিলার ব্যাংক তার মূলধনের ৯০ শতাংশ এবং অন্যরা ৮০ শতাংশ পর্যন্ত কলমানি থেকে ধার করতে পারে। সে হিসেবে প্রথমোক্ত ব্যাংক ৩৬০ কোটি টাকা, নতুন প্রজন্মের দ্বিতীয় ব্যাংক ৩৮৩ কোটি টাকা এবং তৃতীয় প্রজন্মের ব্যাংকটি ৫৯১ কোটি টাকা ধার করতে পারে। রাঙ্গামাটিতে স্থাপন করা হচ্ছে সৌরবিদ্যুত কেন্দ্র অর্থনৈতিক রিপোর্টার ॥ রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে সাত দশমিক চার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড। সোমবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঢাকা কার্যালয় সূত্র জানিয়েছে, এ লক্ষ্যে রবিবার বিদ্যুত ভবনে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন পিডিবির সচিব মাসুদুজ্জামান ও জেডটিই কর্পোরেশনের প্রকল্প বাস্তবায়ন বিষয়ক পরিচালক লি উই। প্রকল্পে অর্থ সহায়তা দেবে এডিবি। প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৭ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে চীনের জেডটিই কর্পোরেশন। আগামী আগস্ট মাস থেকে অবকাঠামো নির্মাণ কাজ শুরু করবে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জেডটিই। এক বছরের মধ্যে কাজ শেষ করবে তারা। জানা গেছে, ২০২০ সালের মধ্যে মোট বিদ্যুত উৎপাদনের ১০ শতাংশ সৌরশক্তি থেকে পাওয়ার প্রযুক্তি স্থাপন করছে পিডিবি। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে।
×