ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন উচ্চতায় ভারতের পুঁজিবাজার

প্রকাশিত: ০৬:৩৩, ১১ জুলাই ২০১৭

নতুন উচ্চতায় ভারতের পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের পুঁজিবাজারে প্রধান প্রধান সূচক যেন থামছেই না। সেনসেক্স, এনএসই সূচক দিনকে দিন বেড়ে চলছে। সোমবার বাজার নতুন উচ্চতায় পদার্পণ করেছে। এদিন সেনসেক্স সূচক একপর্যায়ে ৩১ হাজার ৭৬৮ ও নিফটি সূচক ৯ হাজার ৭৭২ পয়েন্টে লেনদেন করে। ইকোনমিক টাইমসের খবরে বলা হচ্ছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ- এনএসইতে এ দিন ৩ ঘণ্টা যান্ত্রিক ত্রুটি থাকার পরও বাজারে এ উল্লম্ফন প্রভাব দেখা যায়। গত ১ জুলাই নতুন ভ্যাট ব্যবস্থা গুডস এ্যান্ড সার্ভিসেস ট্যাক্স-জিএসটি চালু এবং মৌসুমি বৃষ্টিতে সম্ভাবনার পর সার্বিক বাজারে ইতিবাচক সাড়া পড়ে। বোম্বে স্টক এক্সচেঞ্জ-বিএসইতে সেনসেক্স ৩৮১ পয়েন্ট বা ১.২২ শতাংশ বেড়ে ৩১ হাজার ৭১৫ পয়েন্টে লেনদেন শেষ করে। অন্যদিকে নিফটি সূচক বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট। বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারের এ উর্ধ্বগতি প্রবণতা অব্যাহত থাকবে। এ বছরের আমাদের লক্ষ্যমাত্রা সেনসেক্স ৩২ হাজার পয়েন্ট অতিক্রম করবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় নামে এক বিশ্লেষক জানান নিফটি সূচকও দেওয়ালি পূজার আগে ১০ হাজার পয়েন্ট অতিক্রম করবে বলে আশা করছি। অকারণে দর বাড়ছে কেয়া কসমেটিকের অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিক লিমিটেডের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ২২ জুন থেকে শেয়ারটির দর বেড়েই চলেছে। এ সময়ে শেয়ারটির দর ১৪ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৭ টাকা ৮০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ২৩ দশমিক ৬১ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×