ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২৪, ১১ জুলাই ২০১৭

টুকরো খবর

মীরসরাইয়ে সেই ট্র্যাজেডির দিন আজ সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১০ জুলাই ॥ ছয় বছর আগে ২০১১ সালের ১১ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় ৪৪ শিক্ষার্থীসহ ৪৫ জনের। মঙ্গলবার শোকাবহ মীরসরাই ট্র্যাজেডির ষষ্ঠ বর্ষপূর্তি। মীরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে আবুতোরাবে ফেরার পথে সৈদালীতে ডোবায় পড়ে শিক্ষার্থীদের বহনকারী মিনিট্রাক। একে একে মারা যায় ৪৪ স্কুল শিক্ষার্থী। এছাড়া এক অভিভাবকও মারা যায়। নিহত স্কুল শিক্ষার্থী তাকিউল্লাহ মাহমুদ সাকিবের মা পারভীন আক্তার বলেন, সাকিবের পড়ার টেবিল এখনও সেই আগের মতোই আছে। তার স্মৃতিচিহ্ন আগলে রাখব আজীবন। তিনি বলেন, ছয় বছরে একদিনের জন্যও ভুলতে পারিনি প্রিয় সন্তানকে। সাকিবের বোন তাসনিম জাহান তার প্রিয় ভাইটির ছবি এঁকেছে আবুতোরাব স্কুলে নিহত ভাইয়ের স্মৃতি ফলকে দেয়ার জন্য। মীরসরাই ট্র্যাজেডিতে নিহতদের বাড়িতে স্বজনদের খোঁজ নিতে গিয়ে বেরিয়ে এসেছে অন্য এক যন্ত্রণার কথা। আদরের সন্তানদের স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না তারা। সাইদুল, নয়ন, ইফতেখার, কামরুলের মা সন্তানের ছবি বুকে নিয়ে এখনও পথ চেয়ে থাকেন, ছেলে বাড়ি ফিরবে মা বলে ডাকবে এ আশায়। সেই পুলিশ কনস্টেবল পুরস্কৃত নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১০ জুলাই ॥ মানবিকতায় বিশেষ অবদান রাখায় দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল পারভেজ মিয়াকে সনদ ও অর্থ প্রদান করেছেন দাউদকান্দি উপজেলা প্রশাসন। সোমবার দাউদকান্দি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তাকে সনদ ও অর্থ প্রদান করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন। এ সময় দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরবিন্দ বিশ^াস, দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জালাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল শুরু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার বিকেল ৩টায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বিকল্প চ্যানেল দিয়ে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। এর আগে সকাল ৭টা থেকে পদ্মায় তীব্র স্রোত, ঘূর্ণাবর্ত আর ডুবোচরের কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ঘূর্ণাবর্তের কারণে ডুবোচরে আটকে যাচ্ছিল ফেরি। সোমবার দুটি ফেরি ডুবো চরে আটকে যায়। নদী পাড়ি দিতে না পেরে ডুবোচরে আটকে থাকা ফেরি দুটি ফেরির একটিসহ ফিরে আসে ২টি ফেরি। এর মধ্যে একটি ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে স্রোতের টানে শরিয়তপুরের সুরেশ্বরের কাছাকাছি চলে যায়। পরে টাগবোট দিয়ে ফেরিটিকে টেনে শিমুলিয়া ঘাটে নিয়ে আসা হয়। ইবিতে মানববন্ধন ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থ ইলেক্ট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করে ত্রিপলি করার দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। জানা যায়, সোমবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনিুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার বরাবর স্মারকলিপি প্রদান করে। আদমদীঘিতে রেলের উচ্ছেদ অভিযান নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১০ জুলাই ॥ সোমবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে ভূমি বিভাগ। এ সময় ভেঙ্গে-গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করা হয়েছে শতাধিক অবৈধ স্থাপনা। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলের লালমনিরহাট বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা রেজওয়ানুল হক। বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ১০ জুলাই ॥ গোয়ালন্দ উপজেলার পৌর মহাশ্মশানের পাশে সোমবার দুপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুস সাত্তার (৬০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি গোয়ালন্দ পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডে। পুলিশ জানায়, পৌর মহাশ্মশানের পাশের কৃষক আব্দুস সাত্তার গরু চরাতে গিয়ে মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। মুন্সীগঞ্জে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে অগ্নিকা-ে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার গভীর রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধূল গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তিনটি বসতঘর ও একটি গরুরঘর পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, রাত আড়াইটার দিকে চন্দনধূল গ্রামের সাধন চন্দ্র পালের বাড়ির বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। নেত্রকোনায় ফসল রক্ষায় মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১০ জুলাই ॥ আগাম বন্যার ধকল থেকে হাওড়াঞ্চলের ফসল রক্ষায় নদ-নদী খনন, স্থায়ী বাঁধ নির্মাণ, চাহিদামতো অর্থ বরাদ্দ, সময়মতো কার্যাদেশ প্রদান এবং সুষ্ঠু তদারিক ও মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মাহফুজুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় বক্তারা এসব সুপারিশ করেন। জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়িত হাওড় প্রকল্পসমূহের পুনর্বাসন কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পাউবোর মহাপরিচালক মাহফুজুর রহমান। শিবগঞ্জে দুজনের কারাদ- স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ স্পেশাল ট্রাইবুনাল-২ এর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোমবার অস্ত্র মামলায় দুজনকে কারাদ- দিয়েছে। দ-প্রাপ্তরা হলোÑ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির তেলকূপি বাজার পাড়ার সোহেল রানা, একই অঞ্চলের ফজলুর রহমানের ছেলে মজিবুর রহমান। প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটায় গ্রন্থাগার নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১০ জুলাই ॥ বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক সাহিত্যিক প্রমথ চৌধুরীর চাটমোহরের হরিপুরস্থ পৈত্রিক ভিটায় গ্রন্থাগার স্থাপনের কাজ শুরু হয়েছে। সোমবার এর উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এ সময় প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক ইকবাল কবীর, সহসভাপতি শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মমিন, হরিপুর ইউনিয়ন আঃলীগ সভাপতি আলহাজ মোজাম্মেল হক রওশন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, অধ্যক্ষ মহিউদ্দিন মিঞা, লেখকের এ পৈত্রিক নিবাস অবৈধ দখলদারদের দখলে ছিল। ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের আবেদনের প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল জেলা প্রশাসন বাড়িটি দখল মুক্ত করে। ছিনতাইকারীকে গণপিটুনি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১০ জুলাই ॥ ছিনতাইকালে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময়ে ওই তরুণের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। রবিবার রাত সোয়া নয়টার দিকে ফরিদপুর শহরের রঘুনন্দনপুরের হাউজিং এস্টেট এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত তরুণের নাম রাব্বী হাসান বাঁধন। তাঁর বাড়ি ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার ডিআইবি বটতলা এলাকায়। রাতেই তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। জানা গেছে, রবিবার রাত সোয়া নয়টার দিকে এক দম্পতি রিক্সা করে বাড়ি যাওয়ার পথে হাউজিং এস্টেট এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। রান্নাঘরে মিলল মাসহ ২৮ গোখরা নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১০ জুলাই ॥ তানোর উপজেলার ভদ্রখ- গ্রামের পর এবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের একটি রান্নাঘরে মিলল মা’সহ ২৮টি বিষধর গোখরো সাপ। এর মধ্যে ১টি মা গোখরো, অপর ২৭টি বাচ্চা। তবে আতঙ্কিত এলাকাবাসী বাচ্চাগুলো মেরে ফেললেও জীবিত ধরে রাখে বড় মা গোখরোটিকে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর গ্রামের নাজমুল ইসলাম লিটনের বাড়ির রান্নাঘর থেকে বাচ্চা সাপগুলোকে মারা হয়। স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, দুর্গাপুর উপজেলার হোজা গ্রামে পাওয়া গেল ২৭টি গোখরার বাচ্চা ও ৩০ টি ডিম। এছাড়া তানোরের কলমা গ্রাম থেকে আরও ৮টি গোখরার বাচ্চা মারা হয়েছে। দুই মিয়ানমার নাগরিক আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা মূল্যের আট হাজার ইয়াবা, মোবাইল ফোন ও বার্মিজ মুদ্রাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। রবিবার রাতে কাকড়া ব্রিজ নামের এলাকায় বিজিবি জওয়ানরা এ অভিযান চালায়। আটকরা হচ্ছে- মংডু বুচিদং নাগবিলের সেলিম রেজা, ঢেকিবুনিয়া তুমব্রু এলাকার ফারুক মিয়া।
×