ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারত-বাংলাদেশ সম্পর্কের শিকড় অনেক গভীরে ॥ ড. মসিউর রহমান

প্রকাশিত: ০৬:২৩, ১১ জুলাই ২০১৭

ভারত-বাংলাদেশ সম্পর্কের শিকড় অনেক গভীরে ॥ ড. মসিউর রহমান

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, বাংলাদেশ ও ভারতের সীমানা এবং সম্পর্ক এত ঘনিষ্ট যে একে কোন সুক্ষ্ম মাপকাঠি দিয়ে মাপা সম্ভব নয়। এই সম্পর্কের শিকড় অনেক গভীরে। তিনি সোমবার সকালে খুলনা সার্কিট হাউস মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের পোষ্যদের মাঝে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রবর্তিত মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিমের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ একাডেমির যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। বিশেষ অতিথির হিসেবে আরও বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। বরিশালে দুই ওসির স্ট্যান্ড রিলিজ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার দুই ওসিকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের এক আদেশে কাউনিয়া থানার ওসি (প্রশাসন) সেলিম রেজা ও ওসি (তদন্ত) জাহিদ বিন আলমকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে বদলি করা হয়। পাশাপাশি কাউনিয়া থানার ওসি (প্রশাসন) হিসেবে ডিবির পরিদর্শক নুরুল ইসলাম পিপিএমকে এবং ওসি (তদন্ত) হিসেবে আসাদুজ্জামানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর হেডকোয়ার্টারের সহকারী কমিশনার শাখাওয়াত হোসেন। চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, ইয়াবা সেবনের অপরাধে ফয়সাল আহমেদ নামে পুলিশের এক এএসআইকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। সোমবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার কালিনগর মরা পাগলা এলাকায় কয়েকজন সহযোগীর সঙ্গে ইয়াবা সেবনের সময় লোকজন এএসআই ফয়সাল আহমেদকে ধরে ফেলে। খবর পেয়ে রাত ১১টার দিকে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। হবিগঞ্জ দুর্নীতিরোধে গণশুনানি কাল নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১০ জুলাই ॥ ‘আর অনিয়ম-দুর্নীতি বা হয়রানি নয়, বরং সুনিশ্চিত করতে হবে জনগণের সেবা’ এমন লক্ষ্য নিয়ে আগামীকাল বুধবার গণশুনানি করবে হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক)-এর সহযোগিতায় জেলা পরিষদ অডিটরিয়ামে ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন কমিশন ও দুপ্রক ঢাকা ও সিলেট বিভাগীয় উর্ধতন কর্মকর্তাগণ। হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার আওতাধীন এলাকাসমূহ থেকে ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ চেয়ে পৌর শহর হবিগঞ্জসহ সদর উপজেলাধীন ১০টি ইউনিয়নে চলছে বিরামহীন মাইকিং আর মসজিদগুলোতে প্রতিনিয়ত লিফলেট বিতরণ। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিজস্ব সংবাদদাতা, নড়াইল ১০ জুলাই ॥ চিকুনগুনিয়া ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এবং হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা একসঙ্গে মিলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। সোমবার সকাল ৯টা হতে বেলা ১১টা পর্যন্ত হাসপাতাল এলাকাজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। জানা গেছে, নড়াইল আধুনিক সদর হাসপাতাল গ্রাউন্ডে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ও আগাছায় নোংড়া পরিবেশের সৃষ্টি হয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সচেতন নড়াইলবাসী ও রোগীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিক্ষুকমুক্ত ঘোষণা নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১০ জুলাই ॥ আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই চাঁদপুর জেলাকে ভিক্ষুকমুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক আব্দুস সবুর ম-ল। আর এ কাজের জন্য ইতোমধ্যে জেলার সকল ভিক্ষুকের তালিকা প্রস্তুত এবং পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি পেভিলিয়নে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগ চাঁদপুর এর উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।
×