ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-বেনাপোল কলকাতা বাস রুট সৌহার্দ্য বন্ধ ॥ চালু হলো গ্রীনলাইন

প্রকাশিত: ০৬:২৩, ১১ জুলাই ২০১৭

ঢাকা-বেনাপোল কলকাতা বাস রুট সৌহার্দ্য বন্ধ ॥ চালু হলো গ্রীনলাইন

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে চলাচলকারী যাত্রীবাহী ভারতীয় সৌহার্দ্য পরিবহন সেবা বন্ধ হয়ে গেছে। সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে এ মৈত্রী বাসের সেবা বন্ধ হয়ে যায়। তবে এদিন নতুন করে গ্রীনলাইন বাসের পরিসেবা চালু হয়েছে। সৌহার্দ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট বেনাপোল শ্যামলী পরিবহন কাউন্টারের ম্যানেজার গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ভারতীয় সৌহার্দ্য পরিবহনের চুক্তি শেষ হওয়ায় নতুন চুক্তিতে এ রুটে পরিবহন সেবার দায়িত্ব পেয়েছে ভারতীয় গ্রীনলাইন পরিবহন। সোমবার থেকে কলকাতা-বেনাপোল-ঢাকা রুটে সৌহার্দ্য পরিবহনের পরিবর্তে গ্রীনলাইন পরিবহনের মৈত্রী বাস আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করছে বলে জানা গেছে। দিনাজপুর পৌরসভা বাজেট ঘোষণা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর পৌরসভায় ২০১৭-২০১৮ অর্থ বছরের ৬৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর পৌরসভা ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সকল ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদেরকে উপস্থিতিতে এই বাজেট ঘোষনা করেন। এই অর্থ বছরের বাজেটে রাস্তা ঘাট, ড্রেন নির্মানসহ পৌরসভার সকল উন্নয়ন মূলক কাজের বিবরনী তুলে ধরা হয়। রাঙ্গামাটিতে ভারি বৃষ্টি ॥ ফের ধস নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১০ জুলাই ॥ প্রাকৃতিক মহাবিপর্যয়ের ২৮দিন পর রাঙ্গামাটি-খগড়াছড়ি সড়কের ৮কিমি এলাকায় ৭০ ফুট মাটি বৃষ্টিতে আবারও ধসে পড়েছ্।ে সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার ভারি বৃষ্টি না হলে সড়কে পাইপ কালভার্ট বসানোর কাজ সমাপ্ত হতো। এই অংশটি ছাড়া সড়কের অন্য অংশ চলাচলের উপযোগী করা হয়েছে। বৃষ্টির মধ্যে এই সড়কের ৮ কি.মিটার কাজ শেষ করতে সক্ষম হয়েছে সড়ক বিভাগ। শনিবার থেকে কেচিং এলাকায় ধসে যাওয়া ৭০ ফুট ভাঙ্গা অংশে মাটি ভরাটের কাজ পুরোদমে চলছে। সোমবারের ভারি বৃষ্টিতে আবারও ভরাট মাটি ধসে গেছে । যার ফলে এই সড়কটি চলাচলের উপযোগী করতে কয়েক দিন সময় লাগবে বলে জানা যায়।
×