ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলায় মানববন্ধন

প্রকাশিত: ০৬:২০, ১১ জুলাই ২০১৭

পিরোজপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১০ জুলাই ॥ দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে টাউন ক্লাব সড়কে জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ প্রমুখ। বগুড়ায় জাল ব্যান্ডরোল ও সরঞ্জামসহ আটক ৪ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রবিবার গভীর রাতে বগুড়া কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট বিভাগ শহরতলীর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি ছাপাখানা থেকে বিপুল মূল্যের অবৈধ ও জাল ব্যান্ডরোল তৈরির সরঞ্জাম উদ্ধার ও একজন প্রেস মালিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- প্রেস মালিক আব্দুল বাসেদ রাঙ্গা এবং কর্মচারী পলক সরকার, নুরইসলাম রঞ্জু ও রাশেদ। উদ্ধারকৃত সরঞ্জাম দিয়ে এক কোটি টাকার জাল ব্যান্ডরোল তৈরি করা হচ্ছিল বলে কাস্টম জানিয়েছে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।বগুড়া কাস্টমস বিভাগ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রাত ১২টার দিকে বগুড়া সদরের নওদাপাড়া এলাকায় রাঙ্গা প্রিন্টিং প্রেস ও জে এস প্রিন্টিং প্রেসে অভিযান চালানো হয়। প্রেস দুটিতে বিড়ি ও সিগারেটের জাল ব্যান্ডরোল তৈরি করা হচ্ছিল। এ সময় জাল ব্যান্ড তৈরির সরঞ্জাম ও উপকরণ পাওয়া যায়। বৃক্ষরোপণ অভিযান নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১০ জুলাই ॥ পটুয়াখালীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৭। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান। ‘বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে’ ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চাই দেশী ফলের গাছ লাগাই’Ñ এ প্রতিপাদ্য নিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে সকাল ৯টায় সার্কিট হাউস থেকে একটি র‌্যালি শুরু হয়ে ব্যায়ামাগার চত্বরে গিয়ে শেষ হয়। বন কর্মকর্তা অজিত কুমার রুদ্রর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নজরুল ইসলাম মাতুব্বর। ম্যালেরিয়া নিয়ন্ত্রণ বিষয়ে সেমিনার পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ বিষয়ে খাগড়াছড়িতে সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে সমন্বিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হলে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক প্রফেসর ডাঃ সানিয়া তাহমিনা। সিভিল সার্জন ডাঃ শওকত হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সামরিক-বেসামরিক কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×