ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মসুল এখন আইএস মুক্ত

প্রকাশিত: ০৬:০৫, ১১ জুলাই ২০১৭

মসুল এখন আইএস মুক্ত

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুল ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে মুক্ত ঘোষণা করে একে বিজয় হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। স্বাধীন মসুল শহরে পৌঁছে রবিবার তিনি টুইট করেন এবং এ বিজয়ের জন্য ইরাকের সেনাবাহিনী ও জনগণকে অভিনন্দন জানান। বিবিসি। তবে মসুল শহরের পাশের কিছু অংশে এখনও আইএস জঙ্গীদের অবস্থান রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। দখল হওয়ার তিন বছর পর দীর্ঘ নয় মাস যুদ্ধ করে মসুল জয় করাকে ইরাকি বাহিনীর জন্য বড় ধরনের সফলতা হিসেবে দেখা হচ্ছে। এটিই আইএসের এখন পর্যন্ত সব থেকে বড় পরাজয়। এটিই ছিল ইরাকে আইএসের শেষ ঘাঁটি। মসুল বিজয়ের আনন্দ উদযাপন করেছেন দেশটির সরকারী বাহিনী। আইএস জঙ্গীরা ২০১৪ সালের জুন মাসে মসুল দখল করে। এরপর দেশটির বেশির ভাগ এলাকা দখলে নিয়ে আইএস ইরাক ও সিরিয়াজুড়ে ‘খেলাফত’ ঘোষণা করে। মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় সরকারী বাহিনীর অভিযানে দুই দেশেই একের পর এক এলাকা তারা হারাতে থাকে। গত বছর ১৭ অক্টোবর মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় মসুল পুনর্দখল অভিযান শুরু করে ইরাকি বাহিনী। জানুয়ারিতে মসুলে পূর্বাঞ্চলমুক্ত হয়। এর পরের মাসে ইরাকি বাহিনী মসুলের পশ্চিমাংশ দখল মুক্ত করতে অভিযান শুরু করে। সম্প্রতি সময়ে মসুল ছেড়ে পালাতে গিয়ে আইএস জঙ্গীরা সরকারী বাহিনীর হাতে নিহত হয়। যে দ্বীপে নারীর যাওয়া নিষিদ্ধ জাপানের প্রাচীন ধর্মীয় স্থান ওকিনোশিমা দ্বীপে নারীদের যাওয়া নিষিদ্ধ। তবে ওই দ্বীপে পা রাখার আগে পুরুষদের বিশেষ পদ্ধতিতে নিজেদের শুদ্ধ ও পরিচ্ছন্ন করে নিতে হয়। সেখানে রয়েছে ওকিতসু উপাসনালয়। নাবিকদের সুরক্ষার জন্য প্রার্থনায় সপ্তদশ শতকে এটি নির্মাণ করা হয়। প্রতিবছর ২৭ মে ওই দ্বীপে দর্শনার্থীরা যেতে পারেন। -বিবিসি বিড়ালের শহর মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের কুচিং শহরকে বিড়ালের শহর নামে ডাকা হয়। শহরের রাস্তা, ফুটপাথ, বাড়ির ছাদ, ট্র্যাফিক সিগন্যাল এবং পার্কগুলোতেÑ যেদিকেই তাকাবেন, চোখে পড়বে শুধু বিড়াল। তবে এই বিড়ালগুলো জীবন্ত নয়। বিড়ালের প্রতি ভালবাসা থেকে শহরের মানুষ সব জায়গায় তৈরি করেছেন বিড়ালের ভাস্কর্য। ধারণা করা হয়, শহরটির নাম ‘কুচিং’ শব্দটি এসেছে মালয়েশীয় শব্দ ‘কুইটিং’ থেকে, যার অর্থ ‘বিড়াল’। -ওয়েবসাইট
×