ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট পরবর্তী কর্মপন্থা নির্ধারণে করবিনের সহায়তা কামনা

টেরেসার পার্টিতে বিদ্রোহ আসন্ন!

প্রকাশিত: ০৬:০৪, ১১ জুলাই ২০১৭

টেরেসার পার্টিতে বিদ্রোহ আসন্ন!

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’কে সরিয়ে দিয়ে অন্য কাউকে তার স্থলাভিষিক্ত করার লক্ষ্যে রক্ষণশীল দলের ষড়যন্ত্র বানচাল করার জন্য টেরেসা লেবার পার্টিকে তার ব্রেক্সিট পরবর্তী কর্মপন্থা নির্ধারণে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। ডাউনিং স্ট্রিটে নিজের অবস্থানকে সংহত করার জন্য টেরেসার এই পদক্ষেপকে অভূতপূর্ব ঘটনা বলে মনে করা হচ্ছে। খবর গার্ডিয়ানের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে সোমবার তার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন হওয়ার বর্ষপূর্তি উপলক্ষে তিনি তার সরকারের রূপরেখা প্রণয়নে লেবার পার্টির সহযোগিতা কামনা করবেন বলে জানা গেছে। গত নির্বাচনে তার দলের বিপর্যয়কর ফলের পর চলতি বছর শেষ হওয়ার আগেই তাকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা তার দলের ভেতরই শুরু হয়েছে বলে অবগত হওয়ার পর তিনি এই পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন। এ উপলক্ষে প্রণীত তার বক্তৃতার গত বছর একই সময়ে প্রদত্ত বক্তৃতার প্রতিধ্বনি বলা যেতে পারে। তার বক্তৃতায় তিনি ব্রিটেনের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকারের কথা পুনরুল্লেখ করে সে দেশ থেকে সব ধরনের বৈষম্য ও অবিচার দূর করার কথা বলেন। সেই সঙ্গে তার বক্তৃতায় নতুন যে বিষয়টি সংযুক্ত হয়েছে তা হচ্ছেÑ দলমত, নির্বিশেষে পক্ষে-বিপক্ষের সব পার্লামেন্ট সদস্যদের তাদের মতামত ও চিন্তাধারা এবং আদর্শের সন্নিবেশ ঘটিয়ে দেশের সব সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান। এ সময় গত নির্বাচনে তার দল জয়ের মুখ না দেখলেও টেরেসা দাবি করেন যে, দেশের জন্য তার ভিশন বা রূপকল্প সঠিক পথেই আছে গত বছর একই সময় দশ নম্বর ভবনের সামনে দেয়া বক্তৃতায়Ñ সরকার প্রধান হিসেবে তিনি যে কর্মপন্থা নির্ধারণ করেছিলেনÑ তা সঠিক এবং অপরিবর্তিত আছে। টেরেসার এসব দাবি বা বক্তব্য অন্যান্য দলীয় নেতৃবৃন্দ সংশয়ের চোখে দেখছেন। কেননা গত বছরের ট্র্যাক রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় যে, টেরেসা দেশের গ্রামার স্কুল সম্প্রসারণ, স্কুলে বিনে পয়সায় টিফিন বিতরণ ও শীতকালীন জ্বালানি ভাতা প্রদানসংক্রান্ত যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেনÑ নির্বাচনের পর সেসব পরিত্যক্ত হয়। টেরেসা মের এসব বক্তব্যে তার বাস্তবতা সম্পর্কে উপলব্ধির প্রমাণ পাওয়া যায় কিন্তু এতে তার নিজ ঘরেই অর্থাৎ টোরি দলে অসন্তোষ ধূমায়িত হচ্ছে। কমন্স সভায় আইনী বিল পাসের জন্য অন্য দলের সাহায্য সমর্থন কামনাকে তারা সুনজরে দেখছেন না। বিশেষ করে ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার জন্য চেষ্টা চরিত্র করছেন বলে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। বিষয়টি পরিষ্কার হলো যখন সাবেক চীফ হুইপও ডেভিসের ঘনিষ্ঠ বন্ধু এ্যান্ড্রু মিচেল টোরিদের এক ডিনার পার্টিতে বেশ জোরেশোরেই বলেছিলেন, এবার প্রধানমন্ত্রীকে সরানো দরকার।’ গত ২৬ জুনের এই ডিনার পার্টিতে উপস্থিত অন্য একজন পার্লামেন্ট সদস্য এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘মিচেল বলেন যে, প্রধানমন্ত্রীর (টেরেসা মে) সলিল সমাধি হয়ে গেছে। তিনি দুর্বল এবং তার কর্তৃত্ব হারিয়েছেনÑ তাই আমরা চাই এক নতুন নেতৃত্ব।’ পরবর্তীতে এ বিষয়ে বিরূপ সমালোচনা হলে মিচেলÑ এ ঘটনা সরাসরি অস্বীকার না করে বলেন, এটি একটি ব্যক্তিগত ডিনার পার্টিতে উচ্চারিত কথোপকথনের অতি উৎসাহী সংবাদ প্রতিবেদন।
×