ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রহস্যময় যান

প্রকাশিত: ০৫:৫৯, ১১ জুলাই ২০১৭

রহস্যময় যান

রাশিয়ার সাইবেরিয়া প্রদেশের ইয়াকুতিয়া অঞ্চলে রাতের আকাশে দেখা গেল রহস্যময় একটি আকাশযান। উজ্জ্বল আলোয় ঝলমলে যানটি হঠাৎ ঢুকে গেল আলোর মধ্যে। তারপর চোখের পলকে উধাও হয়ে গেল সেটি। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে এমনটাই। সায়মন নামের এক ব্যক্তি ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ করেন। তিনি বলেন, বাড়ির ছাদের ওপর থেকে একটি অচেনা আকাশযান দেখতে পাওয়া গেছে। এটির গায়ে উজ্জ্বল আলো লাগানো ছিল। আকাশযানটি থেকে ধোঁয়াও বের হচ্ছিল। আকাশযানটির ওপরের দিকে একটি হীরক আকৃতির জানালা খুলে যায়। যানটি ওই জানালার মধ্যে হারিয়ে যায়। পরে ওই জানালাটি উধাও হয়ে যায়। বিচিত্র এ ঘটনা কখন ও ইয়াকুতিয়া অঞ্চলের ঠিক কোন স্থানে ঘটেছে, সে তথ্য দিতে পারেননি ভিডিওটির প্রকাশকারী সায়মন। তবে অনেকেই বলছেন, রহস্যময় ওই আকাশযান আসলে একটি ড্রোন। আর লেজারের মাধ্যমে আলোকসজ্জা করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এদিকে ওই আকাশযান সম্পর্কে স্থানীয় পুলিশের কাছেও কোন তথ্য নেই। রাশিয়ার আকাশে মাঝেমধ্যেই দেখা মেলে অচেনা আকাশযানের। গত বছর বৈকাল লেকের ওপর দেখা যায় উজ্জ্বল সবুজ আলো। অনেকেই সেটিকে ক্ষেপণাস্ত্র বলে ধারণা করেন। তবে তাঁদের সে ধারণা নাকচ করে দেয়া হয়। আর সেটি কোন উল্কাপিন্ড ছিল না বলেও জানানো হয় বিজ্ঞানীদের পক্ষ থেকে।-টেলিগ্রাফ অবলম্বনে।
×