ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনলাইনে শুরু ৩৮তম বিসিএসের আবেদন প্রক্রিয়া

প্রকাশিত: ০৫:৫৮, ১১ জুলাই ২০১৭

অনলাইনে শুরু ৩৮তম বিসিএসের আবেদন প্রক্রিয়া

স্টাফ রিপোর্টার ॥ শুরু হয়েছে ৩৮তম বিসিএসের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া। সোমবার সকাল দশটা থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ায় অংশ নিয়ে যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। যঃঃঢ়//নঢ়ংপ. ঃবষবঃধষশ.পড়স.নফ অথবা পিএসসির ওয়েবসাইটে (িি.িনঢ়ংপ.মড়া.নফ) এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি দেয়া যাবে। এ বিসিএস থেকেই কার্যকর করা হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে পরীক্ষায়ও সুযোগ বাড়ছে প্রার্থীদের। এ সম্পর্কিত সকল বিষয়ের শিক্ষার্থীই প্রভাষক পদের পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত প্রায় দেড় হাজার প্রার্থী আবেদন করেছেন বলে জানা গেছে। ফি জমা দিয়েছেন প্রায় এক হাজার প্রার্থী। ২৪ ক্যাডারে দুই হাজার ২৪ শূন্য পদে নিয়োগের জন্য ৩৮ বিসিএস পরীক্ষা এ কথা জানিয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, সোমবার সকাল দশটা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। কোন বিড়ম্বনা ছাড়াই সকলে আবেদন করতে পারছেন। প্রার্থীদের সহযোগিতার জন্য খোলা হয়েছে ৪ হেল্প লাইন। ওয়েবসাইটে প্রবেশ করলেই যোগাযোগের জন্য নম্বর পাচ্ছেন প্রার্থীরা। চেয়ারম্যান বলেন, পরীক্ষার অনলাইন আবেদন সংক্রান্ত সমস্যার সমাধানে হেল্পলাইন খোলা হয়েছে। কমিশনের কর্মকর্তারাই এর সমাধান দিচ্ছেন। সার্কুলারে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া দেয়া হয়েছে। তারপরও প্রার্থীরা অনেক সময় বুঝতে না পেরে সমস্যায় পড়েন। অনেক সময় অভিযোগ আসে, তারা আবেদন করতে পারছেন না। এ ধরনের যে কোন অভিযোগ নিতে এবং সমাধান দিতে হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার ) আ ই ম নেছার উদ্দিন জানিয়েছেন, হেল্পলাইনের জন্য ৪টি নম্বর দেয়া হয়েছে। পুরো প্রক্রিয়া আবেদন শেষ না হওয়া পর্যন্ত খোলা থাকবে। ওয়েবসাইটে আবেদনের নির্দেশাবলীর মাঝে হেল্পলাইনের নম্বর দেয়া আছে। এছাড়া মঙ্গলবার (আজ) আলাদা বিজ্ঞপ্তিতেও আমরা নম্বরগুলো দিয়ে দেব। এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সম্পর্কিত সকল বিষয়ের শিক্ষার্থীই এ বিসিএসে প্রভাষক পদের পরীক্ষায় অংশ নিতে পারবেন। সোমবার পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
×