ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশের ইতিহাসে রেকর্ড ॥ দাবি পরিকল্পনা মন্ত্রীর

গত অর্থবছরে লাখ কোটি টাকার সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন হয়েছে

প্রকাশিত: ০৫:৫৬, ১১ জুলাই ২০১৭

গত অর্থবছরে লাখ কোটি টাকার সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, সদ্য বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছে ১ লাখ ৬ হাজার ৮২০ কোটি টাকার। একক অর্থবছরের হিসেবে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ বাস্তবায়ন। এর আগের ২০১৫-১৬ অর্থবছরে ৮৭ হাজার ৬৭ কোটি টাকার এডিপি বাস্তবায়িত হয়েছিল। এবার এডিপি বাস্তবায়নের প্রবৃদ্ধি হয়েছে ২৩ শতাংশ। প্রথমবারের মতো আমরা ১ লাখ কোটি টাকার এডিপি বাস্তবায়নের মাইলফলক স্পর্শ করতে পেরেছি। এটি সরকারের সাফল্য। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে নিজ দফতরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে মন্ত্রী এই দাবি করেন। এ সময় মন্ত্রী বলেন, শতাংশের ভিত্তিতে এডিপি বাস্তবায়ন হিসাব করে বিভিন্ন গণমাধ্যমে যে সব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে প্রকৃত চিত্র উঠে আসেনি। উল্লেখ্য, সদ্য বিদায়ী অর্থবছরে এডিপির আকার ছিল ১ লাখ ১৯ হাজার ২৯৬ কোটি টাকা। বছর শেষে এই এডিপির ১ লাখ ৬ হাজার ৮২০ কোটি টাকা খরচ করা হয়েছে। শতাংশের হিসেবে এডিপি বাস্তবায়ন হয়েছে ৮৯ শতাংশ। বর্তমান সরকারের দুই মেয়াদে শতাংশের হিসাবে এবারই সবচেয়ে কম এডিপি বাস্তবায়িত হয়েছে। এর ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী বলেছেন, সাধারণত সংশোধিত এডিপির আকার মূল এডিপির চেয়ে ছোট হয়। এর আগে প্রতিবছর এডিপির হিসাব করা হয়েছে সংশোধিত এডিপির ভিত্তিতে। এবারই প্রথম এডিপি বাস্তবায়নের হিসাব করা হয়েছে মূল এডিপিকে ভিত্তি ধরে। এ জন্য শতাংশের হিসাবে বাস্তবায়ন কম হয়েছে। আগামীতে সংশোধিত এডিপি বলে কিছু থাকবে না। অর্থবছরের শুরুতে যে এডিপি নেয়া হয়, সেটিকেই চূড়ান্ত ধরে বাস্তবায়নের হিসাব করা হবে। মন্ত্রীর এমন ব্যাখ্যার প্রেক্ষিতে সাংবাদিকেরা জানান, সংশোধিত এডিপি এবারও ছিল। এবার মূল এডিপির আকার ছিল ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা, যা পরে সংশোধন করে ১ লাখ ১৯ হাজার ২৯৬ কোটি টাকা করা হয়। এ সময় মন্ত্রী বলেন, আরএডিপিতে বৈদেশিক সহায়তার অর্থ ব্যবহার ৭ হাজার কোটি টাকা কমিয়ে সরকারের নিজস্ব তহবিল ব্যবহারের আকার ৭ হাজার কোটি টাকা বাড়িয়ে অনুমোদন দেয়া হয়েছে। অর্থাৎ মূল এডিপি ঠিকই আছে। কেবল স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থ ব্যবহারের আকার ৪ হাজার ৫০ কোটি টাকা কমানো হয়েছে। মন্ত্রী বলেন, অর্থবছরের শুরুতে গুলশানে সন্ত্রাসী হামলা হয়। সব মেগা প্রকল্পে এর নেতিবাচক প্রভাব পড়ে। এরপরও এক অর্থবছরে এডিপি বাস্তবায়নের প্রবৃদ্ধি ২৩ শতাংশ হয়েছে, আগের বছরের তুলনায় ২০ হাজার কোটি টাকা বেশি খরচ করা গেছে। এটি নিঃসন্দেহে সরকারের সাফল্য। তিনি বলেন, গুলশান হামলার রেশ এখন পুরোপুরি কেটে গেছে। এখন মেগা প্রকল্পগুলোতে বিদেশীদের ১৬ আনা উপস্থিতি রয়েছে। এ বছর এডিপির বাস্তবায়ন আরও বেশি হবে। উল্লেখ্য, চলতি অর্থবছরের এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
×