ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশ কর্মকর্তা ও স্ত্রীর মৃত্যু নিয়ে নানা রহস্য

প্রকাশিত: ০৮:২৮, ১০ জুলাই ২০১৭

পুলিশ কর্মকর্তা ও স্ত্রীর মৃত্যু নিয়ে নানা রহস্য

নিয়াজ আহমেদ লাবু ॥ গুলিতেই বাড্ডা থানার উপ-পরিদর্শক ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। গুলি তাদের মাথার বাম দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে যায়। ময়নাতদন্তে দুজনের মাথাতেই গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। এদিকে পুলিশ দম্পতির মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশের ধারণা, প্রেম করে খালাতো শ্যালিকাকে বিয়ে করার পরই তাদের মধ্যে অশান্তি চলছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটেছে। উল্লেখ্য, শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগরের ২২ নম্বর রোডের ৩২ নম্বর (পান্থনীড়) ভবনের ৬ তলার নিজ রুম থেকে বাড্ডা থানার এসআই আব্দুস সাত্তার (৩৫) ও তার স্ত্রী শম্পা আক্তারের (২২) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে রবিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে এসআই আব্দুস সাত্তার ও তার স্ত্রী শম্পা লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তাদের ময়নাতদন্তকারী চিকিৎসক ঢামেক ফরেনসিক বিভাগের প্রভাষক ডাঃ কবির সোহেল সাংবাদিকদের জানান, গুলিতেই মৃত্যু হয়েছে এসআই ও তার স্ত্রীর। ময়নাতদন্ত করার সময় দুজনেরই মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। দুপুর ২টার দিকে নিহত পুলিশ কর্মকর্তার ছোট ভাই বাবুল আক্তার লাশ দুটি বুঝে নেন। এ সময় মর্গে নিহত এসআই আব্দুস সাত্তারের ছোট ভাই বাবুল আক্তার জানান, ৭ ভাইবোনের মধ্যে আমি সবার ছোট আর সাত্তার ভাই ঠিক আমার বড়। রূপনগর থানার ওসি সৈয়দ শহিদ আলম জনকণ্ঠকে জানান, এক বছর আগে প্রেম করে খালাতো শ্যালিকা শম্পা আক্তারকে বিয়ে করেন এসআই সাত্তার। এ সংসারে তাদের কোন সন্তান ছিল না। তার প্রথম স্ত্রী ববিতা বেগম তার দুই সন্তান সাকিব (১০) ও রাফিকে (৪) নিয়ে মিরপুর এলাকায় বসবাস করেন। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী ববিতা মেনে নিতে পারেননি। এ বিয়ে নিয়ে তাদের মধ্যে অশান্তি চলছিল। আর এতে তার দ্বিতীয় স্ত্রী শম্পা তার স্বামী এসআই সাত্তারকে সন্দেহ করতো। শম্পা মনে করতো সতীন ববিতার প্রতি স্বামী এসআই সাত্তারের আন্তরিকতা বেশি। তার থেকে সতীনের প্রতি ভালবাসা বেশি। এ নিয়ে শম্পা ও এসআই সাত্তারের মধ্যে অশান্তি শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ওসি জানান, এরই জের ধরে শনিবার রাতে সরকারী পিস্তল দিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন সাত্তার। আবার এমনটাও হতে পারে যে শম্পাও তার স্বামী এসআই সাত্তারকে হত্যা করার পর আত্মহত্যা করেছেন।
×