ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যমুনা টিভির সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারার মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৮:২১, ১০ জুলাই ২০১৭

যমুনা টিভির সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারার মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন-৫৭ ধারার মামলা প্রত্যাহার এবং একই সঙ্গে এই ধারা বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন থেকে এ দাবি জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন, অপরাধ বিজ্ঞানের শিক্ষক সৈয়দ মাহফুজুল হক মারজান, সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোঃ আসাদুজ্জামান ও মারজিয়া রহমানসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
×