ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জনগণ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চায় ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:১২, ১০ জুলাই ২০১৭

জনগণ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চায় ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশের মানুষ পরিবর্তন চায় এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কোন মেয়রকে দায়িত্ব পালন করতে দিচ্ছে না। নির্বাচিত মেয়রদের মামলা দিয়ে কারাগারে আটকে রাখছে। তবে এতে একটা জিনিস প্রমাণ হয় আওয়ামী লীগ অনির্বাচিতভাবে ক্ষমতায় এসেছে বলেই নির্বাচিত মানুষদের ভয় পায় এবং যেহেতু বিএনপি দলীয় মেয়ররা নির্বাচিত তাই তাদের এ সরকার ক্ষমতায় দেখতে চায় না। বিএনপির সদস্য সংগ্রহ অভিযান প্রসঙ্গে ফখরুল বলেন, এটি শুধুমাত্র সাংগঠনিক কার্যক্রম নয়, এটা একদিকে দলকে শক্তিশালী করবে এবং অন্যদিকে আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে যে লড়াই করছি সেই লড়াইয়ে একটা বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। অনুষ্ঠানে ১০ টাকা চাঁদার রসিদ কেটে বিএনপির সদস্য ফরম সংগ্রহ করেন মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবলার আবুল হোসেন ঢালী, ব্যবসায়ী হাজী মোঃ শেখ জামাল, প্রকৌশলী কামরুজ্জামান, হকার আকাশ বর্মণ, গৃহিণী মমতাজ বেবী ও পলি মিত্রসহ বেশ কয়েকজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, বিএনপিও নির্বাচন চায়। তবে এ নির্বাচন হতে হবে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সহায়ক সরকারের অধীনে। বর্তমান সরকারকেই সেই নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সব রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়। বিএনপিকে আদালতের বারান্দায় কিংবা জেলে রেখে কোন নির্বাচন হবে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সভাপতি শামসুল হুদা, রমেশ দত্ত, তানভীর আহমেদ রবিন, যুগ্ম সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, সাইফুল ইসলাম প্রমুখ। শেখ হাসিনার অধীনে নির্বাচন অসম্ভব দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ঢাকা মহানগর উত্তর।
×