ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে উৎপাদিত ধান চালেই শতভাগ চাহিদা মেটানো সম্ভব ॥ মতিয়া

প্রকাশিত: ০৮:১০, ১০ জুলাই ২০১৭

দেশে উৎপাদিত ধান চালেই শতভাগ চাহিদা মেটানো সম্ভব ॥ মতিয়া

সংসদ রিপোর্টার ॥ গত অর্থবছরে (২০১৫-১৬) দেশে ৩৪৭ লাখ ১০ হাজার মেট্রিক টন ধান-চাল উৎপাদন হয়েছে। এ পরিমাণ ধান-চাল দেশের শতভাগ চাহিদা মেটাতে সক্ষম। ধান-চাল উৎপাদন বৃদ্ধি করতে বিভিন্ন রকম প্রণোদনা কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম পিনু খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগ ও অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হচ্ছে। প্রতি ১০ বছর অন্তর অন্তর দেশে একটি বন্যা হয়। সরকার বসে নেই, পুনর্বাসনের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনা হাত পাতে না, হাত উপুড় করেই দেয়। এটা সবাইকে মনে রাখতে হবে। সংসদ সদস্য আবদুল মতিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজার হতে বিসিআইসি কর্তৃক ইউরিয়া আমদানি করা হয়। বিএডিসি ও বেসরকারী আমদানিকারকদের মাধ্যমে নন-ইউরিয়া সার আমদানি করা হয়ে থাকে। উপর উক্ত সারসমূহের আমদানি মূল্য এবং ডিলারদের কাছ থেকে সরকার নির্ধারিত বিক্রয়মূল্যের পার্থক্য ভর্তুকি হিসেবে ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। গত অর্থবছরে সার বাবদ ৩ হাজার ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা ভর্তুকি দেয়া হয়েছে।
×