ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিন ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৮, ১০ জুলাই ২০১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিন ॥ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে সফররত জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র মিয়ানমারের শরণার্থীদের তাদের মাতৃভূমিতে ‘টেকসই প্রত্যাবর্তনে’র মাধ্যমে দীর্ঘদিনের শরণার্থী সমস্যার সমাধান করা সম্ভব। খবর বাসসর বৈঠক শেষে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ থেকে মিয়ানমারের শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উচিত একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা।’ তিনি বলেন, মিয়ানমারের শরণার্থী সমস্যা অধিক জনসংখ্যার বাংলাদেশের আর্থ-সামাজিক পরিস্থিতির ওপর চাপ সৃষ্টি করেছে। শেখ হাসিনা বলেন, তার সরকার মিয়ানমারের শরণার্থীদের পুনর্বাসনের জন্য কয়েকটি দ্বীপ এলাকা চিহ্নিত করে তাদের জন্য সেখানে প্রয়োজনীয় অবকাঠামো, আশ্রয়, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিদ্রোহের সমস্যা ছিল, কিন্তু দ্বিপাক্ষিক আলাপ-আলোচনার মাধ্যমে সে সমস্যার সমাধান করা হয়েছে। তিনি বলেন, ‘ভারতে শরণার্থী হিসাবে যাওয়া আমাদের নাগরিকদের আমরা ফেরত এনেছি।’ প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে পুনরুল্লেখ করেন যে, প্রতিবেশী দেশগুলোতে কোন ধরনের বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসী কর্মকা- চালানোর জন্য কাউকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না।
×