ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে রুবেল হত্যায় তিন চরমপন্থী গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪৩, ১০ জুলাই ২০১৭

টাঙ্গাইলে রুবেল হত্যায় তিন চরমপন্থী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৯ জুলাই ॥ টাঙ্গাইলে তাঁত শ্রমিক রুবেল মিয়া হত্যার অভিযোগে তিন চরমপন্থী সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার সকালে র‌্যাব-১২ এর সদস্যরা তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃরা হলোÑ টাঙ্গাইল সদর উপজেলার উত্তর হুগড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোস্তফা, মৃত মান্নানের ছেলে মাসুদ এবং আব্দুল কুদ্দুসের ছেলে সেলিম। রবিবার সকালে র‌্যাব-১২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাবের স্কোয়াড কমান্ডার সাদেক আহম্মেদ বলেন, তাঁত শ্রমিক রুবেল মিয়া গত ২৮ জুন রাত থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের তিনদিন পর গত ১ জুলাই সদর উপজেলার উত্তর হুগড়া গ্রামের মাটি চাপা অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে রুবেলের পরিবার তার লাশ শনাক্ত করে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল র‌্যাব ঘটনাটি তদন্ত করে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন চরমপন্থী সদস্যকে গ্রেফতার করে। আসামিরা সবাই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লালপতাকা) চরমপন্থী দলের সদস্য। নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে অপতৎপরতার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন নতুন তালিকায় অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধারা। রবিবার দুপুরে উপজেলা চত্বরের মুক্তমঞ্চে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নাগেশ্বরী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মজিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, নাগেশ্বরী উপজেলা মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ সভাপতি আজগার আলী প্রমুখ। গত ২১ মে নাগেশ্বরী উপজেলার দুইশ’ ২৪ নতুন মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করা হয়। ওইদিন মুক্তিযোদ্ধাদের এক অংশ দেয়ালে লাগানো তালিকা ছিঁড়ে ফেলেন।
×