ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় চলাচল অযোগ্য সড়ক

প্রকাশিত: ০৬:৪২, ১০ জুলাই ২০১৭

নওগাঁয় চলাচল অযোগ্য সড়ক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ জুলাই ॥ পোরশা উপজেলার নোচনাহার ছাতনতলী-সোমনগর ও বেজোড়া মোড়-শিবপুর সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। চলাচলের অনুপযোগী এই সড়ক দুটি দেখার যেন কেউ নেই। সরেজমিনে দেখা গেছে, সড়ক দুটির কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় রাস্তা দুটি দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহনসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। আর ওই বেহাল দশার সৃষ্টি হয়েছে নোচনাহার ছাতনতলী হতে সোমনগর প্রায় ৮ কিলোমিটার ও বেজোড়া মোড় হতে নিয়ামতপুর উপজেলার শিবপুর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়ক। সড়ক দুটি দিয়ে চলতে গিয়ে নিয়মিত দুর্ঘটনা ঘটছে বলে অনেকেই জানিয়েছেন। উপজেলার বিভিন্ন সড়ক দ্রুত সংস্কার হলেও এই রাস্তা দুটি কারো নজরে আসছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে সড়ক দুটিতে চার্জার ভ্যান চালায় এরকম কয়েকজন চার্জার চালক ও একাধিক পথচারী জানায়, ৩০ মিনিটের এই রাস্তায় যেতে ১ ঘণ্টা সময় লাগে। তাড়াতাড়ি সড়কগুলো সংস্কার না করলে বর্ষা মৌসুমে সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়বে বলে তারা মনে করছেন। এ ব্যাপারে নওগাঁ জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক জানান, বেজোড়া মোড় থেকে শিবপুর সড়কটি পোরশা উপজেলা এলজিইডি থেকে আমাদের সড়ক ও জনপথ বিভাগে এসেছে। আমরা প্রকল্প নিয়েছি। আশা করি ৩-৪ মাসের মধ্যে প্রকল্প অনুমোদন হয়ে যাবে এবং আমরা এটির সংস্কার কাজ শুরু করব। অপরদিকে নোচনাহার ছাতনতলি থেকে সোমনগর সড়কটি চলতি অর্থবছরের শেষে সংস্কার করা হবে বলে জানান তিনি।
×