ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞায় হতাশ রাবাদা

প্রকাশিত: ০৬:৪০, ১০ জুলাই ২০১৭

নিষেধাজ্ঞায় হতাশ রাবাদা

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচের উত্তেজনায় অনেক সময় নিয়ন্ত্রণ থাকে না নিজের ওপর। আর তখনই অযাচিত ঘটনার জন্ম নেয়। লর্ডস টেস্টের প্রথমদিনেই সেটা ঘটেছিল দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার ক্ষেত্রে। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ব্যাটিং করার সময় তার প্রতি বিরূপ মন্তব্য করেন ২২ বছর বয়সী এ পেসার। আর সেটা ম্যাচ রেফারি ভিডিও বিশ্লেষণে পর্যালোচনায় দেখেছেন মন্তব্যগুলো ছিল অশালীন এবং উস্কানিমূলক। সে কারণে এক ডিমেরিট পয়েন্ট পেয়ে পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হন রাবাদা আইসিসির আচরণবিধি অনুসারে। কিন্তু ট্রেন্টব্রিজে পরবর্তী টেস্টে এই নিষেধাজ্ঞায় দারুণ হতাশ হয়েছেন রাবাদা। কোনভাবেই মানতে পারছেন না বিষয়টি। এমনটাই জানিয়েছেন তার সতীর্থ টেমবা বাভুমা। এমনকি ইংলিশ পেসার জেমস এ্যান্ডারসনও সহানুভূতি জানিয়েছেন রাবাদাকে। আগেই ডিমেরিট পয়েন্টের খাতায় ৩ যোগ হয়েছিল রাবাদার। অর্থাৎ সামান্য এদিক-সেদিক হলেই নিষেধাজ্ঞার খড়গ নামবে সেটা নিশ্চিতই ছিল। গত ফেব্রুয়ারিতে কেপটাউনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে নিরোশান ডিকওয়েলাকে বিরূপ মন্তব্য করে তিন নম্বর ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। লর্ডস টেস্টের প্রথমদিন স্টোকসকে আউট করার পর উত্তেজিত হয়ে ওঠেন রাবাদা। কুরুচিপূর্ণ মন্তব্যে গালিগালাজ করেন ইংলিশ অলরাউন্ডারকে। আর সেটা ভিডিও ফুটেজে রাবাদার মুখভঙ্গি, শারীরিক ভাষা এবং মুখের কথায় স্পষ্ট হয়ে গেছে আইসিসির ম্যাচ পরিচালনা কর্মকর্তাদের কাছে। এ কারণে এক ডিমেরিট পয়েন্ট দেন তারা রাবাদাকে। সবমিলিয়ে ৪ ডিমেরিট পয়েন্ট হয়ে যাওয়ায় আইসিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয় ট্রেন্টব্রিজে পরবর্তী টেস্টে আর খেলা হচ্ছে না রাবাদার। ওই ম্যাচে বসে থাকতে হবে এ পেসারকে। দুই বছর আগে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই রাবাদা নিয়মিত হয়ে গেছেন প্রোটিয়া একাদশে। নির্ভরযোগ্য পেসার হিসেবে সারাবিশ্বেই তিনি অন্যতম সেরা উদীয়মান তারকা হিসেবে বিবেচিত।
×