ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জোকোভিচ-ফেদেরারের জয়

প্রকাশিত: ০৬:৪০, ১০ জুলাই ২০১৭

জোকোভিচ-ফেদেরারের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুর আগে থেকেই গত কয়েক মৌসুমের মধ্যে এবারের উইম্বলডনকে সবচেয়ে জমজমাট হবে বলে ধরে নিয়েছিলেন টেনিসবোদ্ধারা। তাদের সেই কথাটাই যেন এবার অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে শনিবার পর্যন্ত সব ফেবারিট তারকারাই রাজত্ব করছেন। শনিবার পুরুষ এককে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক দুই নাম্বার ওয়ান তারকা রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচ উভয়ই দুর্দান্ত জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছেন। সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার এদিন ৭-৬ (৭/৩), ৬-৪ এবং ৬-৪ ব্যবধানে সরাসরি সেটে পরাজিত করেন জার্মানির ২৭তম বাছাই মিসচা জেরেভকে। এই নিয়ে ১৫ বারের মতো মৌসুমের তৃতীয় মেজর টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নেন তিনি। ম্যাচ শেষে তাই দারুণ রোমাঞ্চিত ফেড এক্সপ্রেস। এ বিষয়ে ফেদেরার বলেন, ‘এই জয়ের পর আমি খুবই খুশি।’ কোয়ার্টার ফাইনালে উঠার পথে সোমবার তিনি মুখোমুখি হবেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভের। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৮টি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন ফেড এক্সপ্রেস। যার সাতটি এই উইম্বলডনে। ফেদেরারের সামনে এখন উইম্বলডনের অষ্টম শিরোপা জয়ের হাতছানি। সেই পথে বড় বাধা দিমিত্রোভ। তা মানছেন সুইস তারকা নিজেও। এ প্রসঙ্গে ফেদেরার বলেন, ‘চতুর্থ রাউন্ডের লড়াইয়ে নামার আগে আমি একটা দিন পাচ্ছি। স্বস্তিতে একটা দিন কাটানোর পর আরও শক্তিশালী হয়েই কোর্টে নামতে পারব বলে আমি আশা করি। তবে যতবারই না আমি তার বিপক্ষে খেলেছি সে ততবারই দেখলাম আরও বেশি শক্তিশালী হয়ে আমার সঙ্গে লড়েছে।’ এদিকে চলতি বছরের শুরু থেকেই টেনিস কোর্টে নিষ্প্রভ থাকা জোকোভিচও যেন প্রাণ খুঁজে পেয়েছেন এই উইম্বলডনে। শনিবার তিনি ৬-৪, ৬-১ এবং ৭-৬ (৭-২) সেটে লাটভিয়ার আর্নেস্টস গুলবিসকে পরাজিত করে চতুর্থ রাউন্ডের টিকেট নিশ্চিত করেন।
×