ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসায় বাতিস্তুতা, অঁরি

মেসির মধুচন্দ্রিমায় সপরিবারে সুয়ারেজ

প্রকাশিত: ০৬:৪০, ১০ জুলাই ২০১৭

মেসির মধুচন্দ্রিমায় সপরিবারে সুয়ারেজ

স্পোর্টস রিপোর্টার ॥ বিয়ে করার পর স্ত্রীসন্তানসহ এখন মধুচন্দ্রিমায় আছেন সুপারস্টার লিওনেল মেসি। শীঘ্রই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ক্লাব বার্সিলোনায় যোগ দেবেন। এরপর হবে আনুষ্ঠানিক চুক্তি নবায়ন। এর আগে শেষ মুহূর্তের সময়টুকু দারুণ কাটাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। পাঁচবারের ফিফা সেরা তারকার আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছেন বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ। উরুগুইয়ান তারকা প্রিয় মেসিকে চমকে দিতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গেছেন সপরিবারে। সেখানে একসঙ্গে দুই পরিবারকে বেশ মজা করতে দেখা গেছে। স্ত্রী এ্যান্টোনেল্লা রোকুজ্জো, দুই সন্তান থিয়াগো ও মাতেওকে নিয়ে সমুদ্র সৈকতে অনবরত হৈহুল্লোড় করছেন মেসি। কখনও সমুদ্রের নীলজলে গা ভেজাচ্ছেন তো কখনও ইয়টে করে ভেসে যাচ্ছেন অথৈ সাগরে। একেবারে প্রকৃতির দিগন্ত রেখার কাছাকাছি। আবার স্থলে ফিরলেই স্ম্যাশবল খেলায় গা গরম করছেন ফুটবলের ক্ষুদে জাদুকর। এর মাঝেই বার্সিলোনার সঙ্গে ৩৩.৬ মিলিয়ন বার্ষিক বেতনে ২০২১ পর্যন্ত চুক্তিবদ্ধ হওয়া নিশ্চিত হয়েছে মেসির। তাই অনেকটা নির্ভার এমএলটেন। তার মধুচন্দ্রিমার দিনলিপিতে বিষয়টি স্পষ্ট। এবার মেসির খুশিকে আরও বাড়িয়ে দিয়েছেন বন্ধু ও সতীর্থ সুয়ারেজ। আচমকা মেসির মধুচন্দ্রিমায় পরিবার নিয়ে যোগ দিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। সুয়ারেজ এসেছেন তার বান্ধবী সোফিয়া বালবি এবং দুই শিশু ডেলফিনা ও বেঞ্জামিনকে সঙ্গে করে। দুই পারিবারের পুরো সদস্যদের নিয়ে সমুদ্র সৈকতে আনন্দ করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুয়ারেজের সঙ্গে একটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘আকস্মিক আগমন’। উল্লেখ্য, মেসির স্ত্রী রোকুজ্জোর সঙ্গে সুয়ারেজের স্ত্রী সোফিয়া বালবির সম্পর্ক খুব ভাল। দুইজনে বার্সিলোনায় বিলাসবহুল ডিজাইনার জুতোর ব্যবসা করেন। এদিকে অন্য সবার মতো মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সাবেক ফরাসী তারকা থিয়েরি অঁরি ও আর্জেন্টাইন ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ল্যুভর মিউজিয়ামে মোনালিসার চিত্র যেমন, বার্সিলোনায় মেসি তেমন। যার সঙ্গে আর কোনকিছুরই তুলনা হয় না, বিকল্প হয় না। আর্জেন্টাইন অধিনায়ক সম্পর্কে এমনই উপলব্ধি তার সাবেক ক্লাব সতীর্থ অঁরির। অনেক জল্পনা-কল্পনার পর বার্সিলোনার সঙ্গে আরও চার বছরের চুক্তি করেছেন মেসি। যার ফলে কাতালান জার্সিতে হয়তো ক্যারিয়ার শেষ করার কাছাকাছি পৌঁছাবেন ফুটবল জাদুকর। মেসি ছাড়া বার্সার অবস্থা কেমন হতো সেটাই বোঝানোর কথা বলেছেন অঁরি। বার্সার জার্সিতে তিন মৌসুম খেলা ফরাসী তারকা বলেছেন, জানতাম মেসির জায়গা অপূরণীয়। বার্সায় কি মেসির বদলি সম্ভব? এমন এক প্রশ্নের জবাবে অঁরি একবাক্যে বলেন, আপনি কি মনে করেন ল্যুভরে কখনও মোনালিসা প্রতিস্থাপিত হবে? মেসিও বার্সায় তেমন। বার্সায় তিন মৌসুম খেলে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছেন অঁরি। অন্যদিকে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসি যে একদিন ভাঙ্গবেন তাতে কোন সন্দেহ ছিল না গ্যাব্রিয়েল বাতিস্তুতার। তবে বার্সিলোনা তারকা বেশি সময় নেয়ায় বিস্মিত সাবেক এই ফরোয়ার্ড। গত বছর জুনে বাতিস্তুতার রেকর্ড ভাঙ্গেন মেসি। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ১১৮ ম্যাচ খেলে ৫৮ গোল করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। ৩০ বছর বয়সী তারকা রেকর্ডটাকে যে আরও অনেকদূর এগিয়ে নিবেন তাতেও কোন সন্দেহ নেই। ১৯৯১ থেকে ২০০২ পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে খেলা বাতিস্তুতা ৭৭ ম্যাচে ৫৪ গোল করেছিলেন। সেখানে ১১২ ম্যাচ খেলে রেকর্ডটি ভাঙ্গেন মেসি। বাতিস্তুতা সাক্ষাতকারে বলেন, পাঁচ-ছয় বছর ধরেই আমি দেখছিলাম, এটা হতে যাচ্ছে। আসলে আমি ভেবেছিলাম, অনেক আগেই সে রেকর্ডটা গড়বে। তবে মেসি সত্যিকারের নায়ক। ও এই প্রজন্মের সেরা ফুটবলার। আর্জেন্টিনার গোলদাতাদের তালিকায় মেসি ও বাতিস্তুতার পরে তৃতীয় স্থানে আছেন সাবেক খেলোয়াড় হার্নান ক্রেসপো (৩৫)। তালিকার পরের গোলদাতারা হলেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা (৩৪)।
×