ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় টানা চতুর্থ জয় পেল এইচপি দল

প্রকাশিত: ০৬:৩৮, ১০ জুলাই ২০১৭

অস্ট্রেলিয়ায় টানা চতুর্থ জয় পেল এইচপি দল

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া সফরে টানা জিতেই চলেছে হাই পারফর্মেন্স (এইচপি) দল। টানা চতুর্থ জয় পেয়েছে তারা। নর্দার্ন টেরিটোরি দলকে এবার চতুর্থ ওয়ানডেতে ৯ উইকেটে হারিয়েছে লিটন কুমার দাসের দল। লিটনের অপরাজিত ৭২ রানে এ বিশাল জয় আসে। তাতে করে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল এইচপি দল। অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পের অংশ হিসেবে অনুশীলন ম্যাচগুলো খেলছে এইচপি দল। তাতে আগেই নর্দার্ন টেরিটোরির বিপক্ষে ৩-০তে সিরিজ জয় নিশ্চিত হয়েছিল। রবিবার চতুর্থ ওয়ানডেতেও জিতল লিটনের দল। চতুর্থ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক নর্দার্ন টেরিটোরি। বেশিদূর এগিয়ে যেতে পারেনি। স্বাগতিকদের এগিয়ে যেতে দেয়নি বিসিবি এইচপি’র বোলাররা। মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এ্যালেক্স গ্রেগরি। বাংলাদেশের পেসাররা ছিলেন ভয়ঙ্কর। তিন পেসার আবু হায়দার রনি, আবুল হাসান রাজু ও এবাদত হোসেন মিলে নিয়েছেন ৮টি উইকেট। রনি ৮.২ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৪টি উইকেট। আরেক পেসার এবাদত হোসেন ৭ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। আবুল হোসেন রাজু ৭ ওভারে ২৯ রানে নিয়েছেন ২টি উইকেট। মাত্র ১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ ওভার ও ৯ উইকেট হাতে রেখে সহজেই জিতে যায় বিসিবি এইচপি দল। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন লিটন কুমার দাস। অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০তে এগিয়ে গেল বিসিবি হাই পারফর্মেন্স দল। এ অনুশীলন ম্যাচগুলোতে লিটন কুমার দাস, এনামুল হক বিজয়দের দিকেই বেশি নজর রয়েছে। সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ রয়েছে। সিরিজগুলোতে লিটন ও বিজয়কে চূড়ান্ত দলে রাখার পরিকল্পনা চলছে। এজন্য দুইজনকেই ব্যাট হাতে নৈপুণ্য করে দেখাতে হবে। লিটন তাতে উতরে গেছেন বলেই বোঝা যাচ্ছে। আরেকটি ওয়ানডে ম্যাচ রয়েছে। ১১ জুলাই পঞ্চম ওয়ানডে খেলবে এইচপি দল। নর্দার্ন টেরিটোরি ক্রিকেট দলের বিপক্ষে এমসিজি ১ (মারারা ক্রিকেট গ্রাউন্ড) গ্রাউন্ডে খেলাগুলো হচ্ছে। ওয়ানডে সিরিজ শেষে ১৩ থেকে ১৫ জুলাই তিনদিনের একটি ম্যাচ হবে। সামনে নৈপুণ্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে লিটন চূড়ান্ত দলেও সুযোগ পেয়ে যেতে পারেন। নর্দার্ন টেরিরটোরির বিপক্ষে প্রথম ম্যাচে তানভীর হায়দারের অলরাউন্ডার নৈপুণ্যে ১ উইকেটে জিতে এইচপি দল। এরপর দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে ৭০ রানের বড় ব্যবধানে জয় মিলে। তৃতীয় ওয়ানডেতে সাইফউদ্দিনের সেঞ্চুরিতে ৪২ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করে এইচপি দল। রবিবার চতুর্থ ওয়ানডেতে লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নিয়ে টানা চতুর্থ জয় পায় এইচপি দল। স্কোর ॥ নর্দার্ন টেরিটোরি ॥ ১৩৬/১০; (এ্যালেক্স গ্রেগরি ৩৪; আবু হায়দার রনি ৪/২২, এবাদত হোসেন ২/১৮, আবুল হাসান রাজু ২/২৯)। বিসিবি এইচপি দল ॥ ১৩৭/১; (লিটন কুমার দাস ৭২*। ফল ॥ বিসিবি এইচপি দল ৯ উইকেটে জয়ী।
×