ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প শুরু আজ

প্রকাশিত: ০৬:৩৫, ১০ জুলাই ২০১৭

জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরপর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ দুই সিরিজের জন্য আজ থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। কন্ডিশনিং ক্যাম্প দিয়েই প্রস্তুতি শুরু হবে। প্রস্তুতি ক্যাম্পে অবশ্য শুরুতেই সবাই উপস্থিত থাকতে পারবেন না। এ দুই সিরিজের জন্য জুনের মাঝামাঝি সময়েই প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৯ সদস্যের ঘোষিত দলে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানভীর হায়দার, সাকলাইন সজীব ও শফিউল ইসলাম রয়েছেন। এদের মধ্যে তামিম তো কাউন্টি ক্রিকেট খেলতে এখন ইংল্যান্ডে আছেন। লিটন কুমার দাস, সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, তানভীর হায়দাররা আছেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় নর্দার্ন টেরিটোরি দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছেন। এ ক্রিকেটাররা প্রস্তুতি ক্যাম্পের শুরুতে থাকতে পারছেন না। বাকিরা প্রস্তুতি ক্যাম্পে থাকবেন। শুরুতে কন্ডিশনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করা হবে। ক্রিকেটাররা কতটা ফিট তা দেখা হবে। এরপর ব্যাটিং-বোলিং-ফিল্ডিং নিয়ে কাজ করা হবে। যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হতে এখনও দেড় মাস বাকি। তাই শুরুতে কয়েকদিন কন্ডিশনিং ক্যাম্প করে ক্রিকেটারদের ফিটনেসটাকে ঠিক করে, এরপর ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের কাজ শুরু করা হবে। কন্ডিশনিং ক্যাম্প শেষে আবার নিজেদের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলানো হবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ক্রিকেটাররা বিশ্রামেই রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১৫ জুন ম্যাচটি খেলেছে। এরপর ক্রিকেটাররা দেশে চলে এসেছে। সেই থেকেই বিশ্রামে আছে। প্রায় চার সপ্তাহ ক্রিকেটাররা ছুটিতে ছিলেন। ক্রিকেটাররা এই সময়ের মধ্যে দেশে-বিদেশে ঘুরে বেড়িয়েছেন। আজ থেকে আবার সামনে সিরিজগুলো নিয়ে ভাবনা শুরু হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে ২৯ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন তাদের মধ্য থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে। অসিদের বিপক্ষে সিরিজ শেষে আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল দেয়া হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার আগেই প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল দেয়া হবে। সবশেষে দেয়া হবে টি২০ দল। আজ শুরু হওয়া ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেসের ওপরই আসল গুরুত্ব দেয়া হবে। ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ম্যাচ আয়োজন করার পরিকল্পনাও রয়েছে। দুই দলে ভাগ হয়ে দুইদিন কিংবা তিনদিনের ম্যাচও হতে পারে। ঘোষিত প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয়, আল আমিন হোসেন ও আবুল হাসান রাজু। ডাক পেয়েছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের বাইরে থাকা নাসির হোসেনও। আগামী ১৮ আগস্ট বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। ফতুল্লায় ২২ থেকে ২৩ আগস্ট দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২৭ থেকে ৩১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে অসিরা। দ্বিতীয় টেস্ট হবে ৪ থেকে ৮ সেপ্টেম্বর। টেস্টটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া সিরিজ শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল যাবে দক্ষিণ আফ্রিকায়। ২১ সেপ্টেম্বর বেনোনিতে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সফর। সফরে প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি২০ খেলবে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট ও ৬ অক্টোবর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। দুই দলের মধ্যকার ১৫, ১৮ ও ২২ অক্টোবর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে ২৬ ও ২৯ অক্টোবর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে অংশ নেয়ার জন্য আজ কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে।
×