ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে পুলিশ কর্মকর্তার পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে নির্যাতন, পরে ডিভোর্স

প্রকাশিত: ০৬:২১, ১০ জুলাই ২০১৭

ময়মনসিংহে পুলিশ কর্মকর্তার পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে নির্যাতন, পরে ডিভোর্স

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদের পরকীয়ার প্রতিবাদ করায় অকথ্য নির্যাতনের শিকার স্ত্রী রাজিয়া সুলতানা রুমা তার পাঁচ বছরের শিশু সন্তান নিয়ে বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। নারী কেলেঙ্কারি ও অকথ্য নির্যাতনের ঘটনা ফাঁসের কথিত অপরাধে মিথ্যা অপবাদ দিয়ে স্ত্রী রুমাকে একতরফা ডিভোর্স দিয়েছেন পুলিশ কর্মকর্তা ফিরোজ। কেবল তাই নয়, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়া হচ্ছে এ গৃহবধূকে। অভিযোগ-পুলিশে চাকরি নেয়ার পর একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া এ পুলিশ কর্মকর্তার অপকর্মের প্রতিবাদ করায় বেদম মারধরের পর নির্যাতনের ঘটনা চাপা রাখতে বাইরে থেকে তালা দিয়ে রাখা হতো স্ত্রীকে। বিয়ের তথ্য গোপন করে চাকরি নেয়া এ পুলিশ কর্মকর্তার হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে সাত বছরের দাম্পত্য জীবন অসহনীয় হয়ে উঠলেও অবুঝ শিশু সন্তানের কথা ভেবে সবকিছুই নীরবে সহ্য করেছেন হতভাগ্য স্ত্রী। তারপরও স্ত্রীকে এক তরফা ডিভোর্স দিয়ে পুলিশ কর্মকর্তা ফিরোজ জামালপুরের আশেক মাহমুদ কলেজের এক ছাত্রীর সঙ্গে নতুন করে সংসার পেতেছেন। এসব ব্যাপারে ডিআইজি ময়মনসিংহ রেঞ্জসহ ময়মনসিংহের স্থানীয় পুলিশ কর্মকর্তাদের কাছে নালিশ করার পরও কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সব অভিযোগ অস্বীকার করে উল্টো স্ত্রীর নামে বিরূপ মন্তব্য করেছেন পুলিশ কর্মকর্তা ফিরোজ আহমদ। বাংলাদেশ মহিলা পরিষদ, ময়মনসিংহ জেলা শাখার নারী নেতৃবৃন্দ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। মহিলা পরিষদ-ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরা বেগম জানান, এ ব্যাপারে তারা আইনী লড়াই চালাবেন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পুলিশ কর্মকর্তা ফিরোজ আহমদের নির্যাতনের তদন্তপূর্বক বিচার দাবি করেছেন স্ত্রী রাজিয়া সুলতানা রুমা। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সাংবাদিক সম্মেলনে রুমা তার সাত বছরের দাম্পত্য জীবনের দুর্বিসহ নির্যাতনের চিত্র তুলে ধরেন।
×