ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতে ভ্রমণ ভিসা আরও সহজ, টিকেট ছাড়াই আবেদন গ্রহণ

প্রকাশিত: ০৬:২১, ১০ জুলাই ২০১৭

ভারতে ভ্রমণ ভিসা আরও সহজ, টিকেট ছাড়াই আবেদন গ্রহণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভারতের ভ্রমণ ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়েছে। এখন থেকে বাস কিংবা প্লেনের টিকেট ছাড়াই আবেদন করতে পারছেন ভ্রমণেচ্ছুরা। প্রয়োজন নেই সাক্ষাতকারের জন্য আগেভাগে তারিখ নির্ধারণের। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে রবিবার থেকে শুরু হয়েছে বাড়তি ঝামেলাহীন প্রক্রিয়ায় আবেদন গ্রহণ। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ পদ্ধতির সুফল পাওয়া গেলে দেশের অন্যান্য শাখায়ও এ নিয়ম অনুসরণ করা হবে। ভ্রমণের জন্য ভারতে গমনেচ্ছুর সংখ্যা ক্রমেই বাড়ছে। ভিসা প্রক্রিয়ায় জটিলতার অভিযোগও ছিল। বিভিন্ন ফোরামের পক্ষ থেকে ভিসা আবেদন প্রক্রিয়ায় সহজীকরণের অনুরোধ ছিল। বিশেষ করে আবেদনের সঙ্গে বিমান অথবা বাসের টিকেট জমা দেয়ার বাধ্যবাধকতা ছিল। এই টিকেট সংযুক্তির বিষয়টিকে অনেকেই একটি অপ্রয়োজনীয় বাধ্যবাধকতা হিসেবেই দেখছিলেন। কেননা, ভারত যেহেতু এক বছরের জন্য মাল্টিপল ভিসা প্রদান করছে সেহেতু একজন ভ্রমণকারী বছরে বেশ ক’বার যাতায়াতের সুযোগ পাচ্ছেন। সে ক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য বাস অথবা প্লেনের টিকেট শর্ত হতে পারে না বলে অভিমত। ভ্রমণেচ্ছুরা জানান, প্রতিবেশী দেশ ভারত যেহেতু এক বছরের মাল্টিপল ভিসা দিচ্ছে সেহেতু ভিসা পাওয়ার পরই আমরা ট্যুর প্রোগ্রাম সাজাতে পারি। সুতরাং আবেদনের সঙ্গে টিকেট সংযুক্ত করার বিষয়টি যুক্তিযুক্তও নয়। তাছাড়া নাগরিকদের মধ্যে আসা-যাওয়ায় দুই দেশের মধ্যে এক ধরনের সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ভারতীয় সহকারী হাইকমিশন আবেদন প্রক্রিয়া সহজ করায় ভিসা পাওয়ার ক্ষেত্রে হয়রানি কমেছে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে রবিবারের চিত্রটি ছিল আলাদা। প্রতিদিন যেখানে দীর্ঘ লাইন এবং আবেদনকারীদের মধ্যে ভোগান্তির চিত্র দেখা যেত তা আর নেই। হাইকমিশন সূত্রে জানা যায়, নতুন পদ্ধতি চালু হওয়ার প্রথম দিনে আবেদনপত্র জমা পড়েছে প্রায় ৮শ’। কিন্তু এ জন্য সময় লেগেছে আগের দিনগুলোর চেয়ে অনেক কম। প্রথম ধাপে ১৫ দিন এবং পরে আরও একমাস পরীক্ষামূলকভাবে এ পদ্ধতিতে আবেদনপত্র গ্রহণ করা হবে। এরপর স্থায়ীভাবে দেশের সকল হাইকমিশন অফিসে এ নিয়ম চালু হবে। ভ্রমণ ভিসা ছাড়াও অন্যান্য ভিসার আবেদন প্রক্রিয়াও সহজীকরণের চিন্তাভাবনা রয়েছে বলে জানা যায়।
×