ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইয়াবাসহ আটক কনস্টেবল বরখাস্ত

প্রকাশিত: ০৫:২৪, ১০ জুলাই ২০১৭

ইয়াবাসহ আটক কনস্টেবল বরখাস্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহানগর মেট্রোপলিট্রন পুলিশের বিমানবন্দর থানার কনস্টেবল ও কম্পিউটার অপারেটর মেহেদী হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রবিবার মহানগর পুলিশ হেডকোয়ার্টার থেকে আদেশের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। কনস্টেবল মেহেদী হাসান বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের বাসিন্দা। মহানগর পুলিশ হেডকোয়ার্টারের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক বরখাস্তের সত্যতা স্বীকার করে জানান, কনস্টেবল মেহেদীসহ দুইজনকে ৩৯ ইয়াবাসহ আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে সে কারাগারে রয়েছে। স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মসজিদে গোপন বৈঠকের সময় গ্রেফতার রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা জিন্নাত আলীসহ ১০ নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে রবিবার দুপুরের পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জামায়াত নেতাদের অন্যরা হলোÑ রাজশাহী পূর্ব জেলা জামায়াতের সেক্রেটারি নাজমুল হক, বাঘা পৌর জামায়াতের আমির সাইফুল ইসলাম, আড়ানী পৌর জামায়াতের আমির শামশুল ইসলাম, বাউসা ইউনিয়ন সভাপতি মজিবুর রহমান, বাজুবাঘা ইউনিয়ন সভাপতি ওয়াজেদ আলী, স্থানীয় জামায়াত নেতা সেকেন্দার আলী, মোয়াজ্জেম হোসেন, আহম্মদ আলী ও রফিকুল ইসলাম। বাঘা থানার ওসি আলী মাহমুদ বলেন, শনিবার সন্ধ্যায় নেতাদের নিয়ে বাড়ির পাশের মসজিদে নাশকতার গোপন বৈঠক করছিলেন চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী।
×