ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহী নগরভবনে তালা দিয়ে কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:১৭, ১০ জুলাই ২০১৭

রাজশাহী নগরভবনে তালা দিয়ে কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বিক্ষুব্ধ কর্মচারীরা ১১ দফা দাবিতে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে। রবিবার সকাল সাড়ে আটটা থেকে প্রধান ফটকে তালা দিয়ে নগরভবন ঘেরাও করে রাখে তারা। এতে মেয়রসহ কোন কর্মকর্তা-কর্মচারী সকাল থেকে ভেতরে ঢুকতে পারেননি। রাজশাহী সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন সভাপতি দুলাল শেখ বলেন, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পাওনা ৪০ লাখ টাকা পরিশোধ করা হয়নি। এ অবস্থায় তাদের আন্দোলনে নামতে হচ্ছে। ঈদের পর বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। কিন্তু এখন পর্যন্ত সেই উদ্যোগ নেয়া হয়নি। রাজশাহী সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিবর আহমেদ মামুন বলেন, রাসিক প্রশাসন তাদের সঙ্গে প্রতারণা করছে। দাবি দাওয়া তুলে ধরার পর তারা আমাদের আশ্বাসের পর আশ্বাস দিচ্ছে। যা এখন আমাদের প্রহসন মনে হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের ১১ দফা দাবির মধ্যে রয়েছে, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী মজুরি বৃদ্ধি, স্থায়ী কর্মচারীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি, স্থায়ী কর্মচারীদের গৃহ নির্মাণের ব্যাংক লোনের ব্যবস্থা, মৃত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পোষ্যদের চাকরি প্রদান, মৃত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরকালীন ভাতা, স্থায়ী কর্মচারীদের বদলি, শোকজ ও সাসপেন্ড বন্ধ এবং বরখাস্তকৃতদের চাকরিতে পুনর্বহাল, সাংগঠনিক কাঠামো সংশোধনপূর্বক নিয়োগের ব্যবস্থা, মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ী, কল্যাণ তহবিল বাস্তবায়নে চূড়ান্ত অনুমোদন এবং স্থায়ী কর্মচারীদের পোশাক, জুতা ও ছাতাসহ বকেয়া পাওনা পরিশোধ।
×