ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোর হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রকাশিত: ০৫:১৪, ১০ জুলাই ২০১৭

 যশোর হাসপাতাল থেকে নবজাতক চুরি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকালে হাসপাতালের লেবার ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা রূপালী বেগম। তিনি যশোর সদর উপজেলার রূপদিয়া বাজার এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। শনিবার রাত আড়াইটার দিকে রূপালী বেগম ছেলে শিশুটিকে প্রসব করেন। হাসপাতালের লেবার ওয়ার্ডে কান্নাজড়িত কণ্ঠে রূপালী বেগম জানান, রবিবার সকালে লেবার ওয়ার্ডে তার শাশুড়ি সখিনা বেগমের কোলে বাচ্চাটি ছিল। এ সময় অজ্ঞাতপরিচয় এক নারী এসে তাদের বলেন, তার কোন সন্তান নেই। বাচ্চাটিকে তিনি একটু কোলে নিতে চান। এরপর সখিনা বেগমের কাছ থেকে কৌশলে বাচ্চাটি কোলে নিয়ে ওই নারী সটকে পড়েন। রূপালী বেগম জানান, তিনি তার শাশুড়িকে নিষেধ করে বলেছিলেন, এভাবে হাসপাতাল থেকে বাচ্চা চুরি হয়। কিন্তু তারপরও তার শিশুটি চুরি হয়ে গেছে। ১১ এসি বরাদ্দ যশোরের করোনারি কেয়ার ইউনিটে নতুন আটটি এসি সংযোজন হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে নষ্ট এসির স্থানে নতুন এসি বসানোর কাজ শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম কামরুল ইসলাম বেনু। জানা যায়, মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১১টি এসি করোনারির জন্য বরাদ্দ দেয়া হয়।
×