ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে বিসিবির কোচের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:৪৪, ১০ জুলাই ২০১৭

 দিনাজপুরে বিসিবির কোচের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ প্রমীলা ক্রিকেটারকে যৌন নিপীড়নের ঘটনায় বিসিবির কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে যৌন নিপীড়নের শিকার ওই প্রমীলা ক্রিকেটারের বাবা বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তিন বছর ধরে তার মেয়ে বিসিবির কোচ মিঠুর অধীনে অনুশীলন করে আসছে। গত ১ জুন মাঠে অনুশীলন করার সময় তার মেয়ে বলের আঘাতে আহত হলে কোচ মিঠু তাকে স্পোর্টস ভিলেজে নিয়ে যান। সেখানে একা পেয়ে মিঠু তার মেয়েকে জাপটে ধরেন। এতে বাধা দিলে মিঠু ভয়ভীতি প্রদর্শন করে ও হুমকি দিয়ে মেয়ের শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করে। পরে বাড়িতে গিয়ে মেয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং অন্য এক প্রমীলা ক্রিকেটারের মাধ্যমে বিষয়টি অভিভাবকরা জানতে পারেন। এই ঘটনার পর বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করেন মেয়েটির বাবা। কোচ মিঠু এর আগেও অনেক প্রমীলা ক্রিকেটারের সঙ্গে এ ধরনের আচরণ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। অভিভাবক উল্লেখ করেন, এ ঘটনায় জেলা ক্রীড়া সংস্থা, বিসিবিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মিঠুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় তিনি মামলা দায়ের করেছেন।
×