ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ০৪:৪৩, ১০ জুলাই ২০১৭

 সাতক্ষীরায় বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বাসের ধাক্কায় ইঞ্জিনভ্যান যাত্রী স্কুলছাত্রী খাদিজা খাতুন (১৪) নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ ছাত্রী। রবিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা যশোর সড়কের কলারোয়া উপজেলার গোপিনাথপুর মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গালর্স স্কুলের ছাত্রী খাদিজা খাতুন ও সহপাঠী রেহেনা খাতুন, জ্যোতি, বাসন্তী স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে ইঞ্জিনভ্যান নিয়ে বাড়ি ফিরছিল। ভ্যানটি গোপিনাথপুর স্কুল মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বে গাছে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। ঘটনা স্থলেই খাদিজার মৃত্যু হয়। চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি আটক করেছে। ডিমলায় হেলপার নিহত স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, চলন্ত বাসের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে বাসটির কিশোর হেলপার আব্দুল খালেক (১৪)। রবিবার বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে ডিমলা উপজেলার রংপুর সড়কের ডালিয়া বাজার নামক স্থানে। নিহত কিশোর লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মিলন বাজার গ্রামের সমসের আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ডিমলার সুঁটিবাড়ি হতে রংপুর যাচ্ছিল। বাসের কিশোর হেলপার চলন্ত বাসের ছাদে যাত্রীদের ভাড়া তোলার সময় ডালিয়া বাজার নামক স্থানে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে নিহত হয়। রূপগঞ্জে রিক্সাচালক নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় আবুল কালাম (৪০) নামে এক রিক্সাচালক নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার চনপাড়া এলাকার হোসেন বয়াতির ছেলে। রিক্সাচালক আবুল কালাম বরার এলাকা থেকে রিক্সা নিয়ে রূপসীর দিকে যাওয়ার পথে অপরদিক থেকে আসা মালবাহী ট্রাক রিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। রায়পুরে সিএনজি চালক নিজস্ব সংবাদদাতা রায়পুর লক্ষ্মীপুর থেকে জানান, রায়পুরের আঞ্চলিক মহাসড়কের মধুপুর ভূঁইয়া ফার্নিসার নামক স্থানে বাস-সিনএনজি মুখোমুখি সংঘর্ষে সিনএনজি চালক মহিউদ্দিন (৩৫) নিহত হয় এবং মাছ বিক্রেতা ভ্যান চালক নুরু মিয়া আহত হন। নিহত মহিউদ্দিন দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আবুল বাশারের পুত্র। রবিবার ভোর ৫টার দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ ইকোনো সার্ভিস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়।
×