ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে অব্যাহত ভাঙ্গন ॥ বিলীন বসতি

প্রকাশিত: ০৪:৩৯, ১০ জুলাই ২০১৭

মির্জাপুরে অব্যাহত ভাঙ্গন ॥ বিলীন বসতি

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৯ জুলাই ॥ মির্জাপুরে বংশাই ও ঝিনাই নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। অব্যাহত ভাঙনে বসতবাড়ি মসজিদ মন্দির রাস্তা ফসলি জমি ও ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান একটি পাকা রাস্তা ও সড়ক রক্ষা বাঁধ। অনেক পরিবার বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। রবিবার মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর থলপাড়া সুতানড়ী বৈলানপুর ও চাকলেশ^র গ্রামে গিয়ে দেখা গেছে। ঝিনাই ও বংশাই নদীর প্রবল ভাঙনে শতাধিক বসতবাড়ি ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান দুটি মন্দির সহস্রাধিক একক জমির ফসল বিলীন হয়ে গেছে। নদীতে বন্যার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীর ভাঙনও বৃদ্ধি পেয়েছে। অব্যাহত ভাঙনের ফলে হাটফতেপুর উত্তরপাড়া সুতানড়ী থলপাড়া চাকলেশ^র ও বৈলানপুর গ্রামের কমপক্ষে দেড়শ বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ঝিনাই নদীর বেপরোয়া ভাঙনে কুর্ণী-ফতেপুর পাকা রাস্তার কমপক্ষে দুইশ গজ এলাকা ভেঙ্গে নদীতে বিলীন হওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে উপজেলার দ্বিতীয় বৃহত্তম ব্যবসা কেন্দ্র হাটফতেপুর বাজারের ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়েছে। এছাড়া হাটফতেপুর উচ্চ বিদ্যালয়টিও হুমকির মুখে পড়েছে। পাশের সুতানড়ী গ্রামটির দুটি মন্দিরসহ কমপক্ষে পঞ্চাশটি বাড়ি নদীতে চলে গেছে বলে। সুতানড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং সুতানড়ী জামে মসজিদটি এখন হুমকির মুখে।
×