ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোর ছাত্রলীগের সম্মেলন আজ

প্রকাশিত: ০৪:৩৭, ১০ জুলাই ২০১৭

যশোর ছাত্রলীগের সম্মেলন আজ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আজ সোমবার জেলা ছাত্রলীগের ১৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে ৪০ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। সম্মেলনস্থল শহরের ঈদগাহ ময়দানে মঞ্চ তৈরি প্রায় শেষ হয়েছে। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নিয়ামত উল্লাহ বলেন, ‘সফলভাবে সম্মেলন শেষ করতে আমরা সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। এর আগে ২০১০ সালের ১৪ মার্চ জেলা ছাত্রলীগের ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ গত ৬ জুন দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১৫ পৃষ্ঠায় ‘এবার আরডিএর প্লট হরিলুট ’ শীর্ষক প্রতিবেদনটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার মোঃ বদরুজ্জামান স্বাক্ষরিত প্রতিবাদ পত্রে বলা হয় প্লট বরাদ্দে কোন অনিয়ম ও দুর্নীতি হয়নি। বনলতা বাণিজ্যিক এলাকা সম্প্রসারণ ও আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্পের ৩১টি প্লট হরিলুট করেছেন আরডিএর কর্মকর্তা ও কর্মচারীরা এবং আরডিএ ভবনে কোন লটারী অনুষ্ঠিত হয়নি মর্মে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
×