ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিক্ষোভ মানববন্ধন

প্লট কেলেঙ্কারির হোতা আরডিএ চেয়ারম্যানের অপসারণ দাবি

প্রকাশিত: ০৪:৩২, ১০ জুলাই ২০১৭

প্লট কেলেঙ্কারির হোতা আরডিএ চেয়ারম্যানের অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) আবাসিক প্লট বরাদ্দের নামে হরিলুটের প্রতিবাদ ও প্লট কেলেঙ্কারির মূল হোতা আরডিএ চেয়ারম্যান অধ্যক্ষ বজলুর রহমানসহ জড়িত সংশ্লিষ্টদের অবিলম্বে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার বেলা ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচীতে বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে আরডিএর প্লট কেলেঙ্কারির হোতা বজলুর রহমানের অপসারণ দাবি করা হয়। বক্তারা বলেন, এ ধরনের দুর্নীতিবাজকে আরডিএর মতো গুরুত্বপূর্ণ সংস্থায় রাখলে সরকারের উন্নয়ন কর্মকা- ম্লান হয়ে যাবে। একই কর্মসূচী থেকে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের পরিবারের বিরুদ্ধে উড়ো চিঠি দিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী সোনাদীঘি ও ভুবনমোহন পার্ক সংরক্ষণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, রাজশাহীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৮ সালে গঠন করা হয় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। তবে এ প্রতিষ্ঠান মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। ধারাবাহিকভাবে লুটপাট করা হয়েছে। সর্বশেষ প্লট বরাদ্দের নামে নজিরবিহীন কেলেঙ্কারির করেছেন খোদ এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান বজলুর রহমান। ধারাবাহিক প্লট কেলেঙ্কারি ও নজিরবিহীন নিয়োগ দুর্নীতি ছাড়াও আরডিএর অভ্যন্তরে চলমান দুর্নীতি অনিয়মের কারণে এ সংস্থাটি ব্যাপক আলোচনায় এসেছে। দুর্নীতির চিত্র তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ফৌজদারি ও দেওয়ানি মামলার হুমকি দিয়ে উকিল নোটিস পর্যন্ত পাঠানো হয়েছে। বক্তারা সমাবেশ থেকে অবিলম্বে দুর্নীতিবাজ আরডিএ চেয়ারম্যানের অপসারণ দাবি করে তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানায়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রমানিক দেবু, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আব্দুল মান্নান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদ, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক ও ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনার রশিদ, লেখক, সাংবাদিক প্রশান্ত শাহা, মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, রাবির অধ্যাপক গোলাম সারোয়ার সুজন, পরিষদের যুগ্ম সম্পাদক মঞ্জুর হাসান মিঠু, মহিলা পরিষদ রাজশাহীর সভাপতি কল্পনা রায় প্রমুখ। সমাবেশে বক্তারা আরডিএর বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, আরডিএ বারবার রাজশাহীবাসীকে হতাশ করেছে। কোন উন্নয়ন করতে পারেনি। বরং লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে আরডিএকে। সমাবেশ থেকে প্লট কেলেঙ্কারির হোতা আরডিএর চেয়ারম্যান বজলুর রহমান ও এস্টেট অফিসার বদরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি বনলতা প্রকল্পে চেয়ারম্যানসহ কর্মকর্তাদের নামে লুট করে নেয়া প্লট বরাদ্দ বাতিল করে কোটা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে বরাদ্দেরও দাবি জানান বক্তারা।
×