ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেকনাফে আল ইয়াকিন সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৪:০৩, ১০ জুলাই ২০১৭

টেকনাফে আল ইয়াকিন সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে আরাকানের বিচ্ছিন্নতাবাদী জঙ্গী সংগঠন আল ইয়াকিনের এক সদস্যকে গ্রেফতার করেছে। গোপনে খবর পেয়ে রবিবার ভোরে মুচনি রোহিঙ্গা ক্যাম্পে এসআই আবদুর রহিমের নেতৃত্বে পুলিশ দল এ অভিযান চালায়। টেকনাফ থানা সূত্র জানায়, ধৃত রোহিঙ্গা জঙ্গী দোস্ত মোহাম্মদের বিরুদ্ধে আনসার ক্যাম্পে হামলা, খুন ও অস্ত্র লুটসহ টেকনাফ এবং উখিয়া থানায় ৬টি মামলা রয়েছে। সে রোহিঙ্গাদের জঙ্গী সংগঠন আল ইয়াকিনের সক্রিয় সদস্য। সন্ত্রাসবিরোধী কার্যক্রমে প্রশিক্ষণ সহায়তা দিতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত সফররত যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের কমান্ডার এ্যাডমিরাল হ্যারি বি হ্যারিস (জুনিয়র) রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টে সশস্ত্রবাহিনী বিভাগে (এএফডি) তাঁর অফিসে সৌজন্য সাক্ষাত করেছেন। খবর বাসস’র। বৈঠকের পর এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, এ্যাডমিরাল হ্যারিস এ অঞ্চলে তাদের সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং এ ব্যাপারে প্রশিক্ষণ সহায়তা দেয়ার জন্য বাংলাদেশকে প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাসবাদ দমনে অবশ্যই অর্থ এবং যোদ্ধা সরবরাহ বন্ধ করতে হবে। সন্ত্রাসীদের কোন ভৌগোলিক সীমা নেই, ধর্ম নেই। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তথ্য বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বিভিন্ন শ্রেণী ও পেশার লোকদের সঙ্গে ভিডিওকনফারেন্সের মাধ্যমে সন্ত্রাসবাদের হুমকি সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার জন্য সরকারের পদক্ষেপের বিষয় এ্যাডমিরাল হ্যারিসকে অবহিত করেন। তিনি বলেন, এ উদ্যোগে অত্যন্ত ইতিবাচক ফল পাওয়া গেছে এবং জনগণ সন্ত্রাসীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে বিভিন্ন ধর্ম বিশ্বাসের লোকরা একসঙ্গে মিলেমিশে বসবাস করছে। তিনি ১৯৯১ সালে বাংলাদেশে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সহায়তার কথা স্মরণ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের প্রশংসা করে এ্যাডমিরাল হ্যারিস বলেছেন, গোটা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের নিবেদিত সেবায় বিস্মিত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এবং পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে অত্যন্ত ভাল সম্পর্ক বিরাজমান। এক্ষেত্রে তাদের সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
×